বিজ্ঞাপন নিয়ে কিছু কথা

এআর. রহমান
Published : 28 Feb 2012, 02:45 PM
Updated : 28 Feb 2012, 02:45 PM

আমাদের দেশে নির্মিত বিজ্ঞাপনগুলো অনেক সময়ই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সেগুলোরর মান এবং তার মাধ্যমে প্রচারিত বার্তার প্রকাশভঙ্গির ভাষার কারণে। তবে সম্প্রতি একটি বিজ্ঞাপন আমার খুব ভাল লেগেছে। বিজ্ঞাপনটি একটি আবাসন কোম্পানীর। তাতে দেখানো হয় ছেলে তার বৃদ্ধ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার জন্য তৈরি হতে বলছে কিন্তু তাদের আগ্রহ নেই। এসময় ছেলের বউ তার শ্বশুর শাশুড়িকে অনেক মন ভোলানো কথা বলছিল। কী সুন্দর জায়গা, ওখানে গেলে তো আমাদেরকে ভুলেই যাবেন মা – এ রকম। এর মধ্যে ছেলে এসে তার মা বাবার অনাগ্রহ দেখে তাদের উপর বিরক্ত হয়ে বলে, তোমরা এমন ভাব দেখাচ্ছ মা ওখানে যেন কেউ থাকে না। ঠিক তখনই তার ছোট্ট মেয়ে বলে উঠে তার সরল চিন্তাপ্রসূত সুন্দর কথাটি, আচ্ছা বাবা তাহলে তোমরা বুড়ো হলে তোমাদেরকে কি আমি এভাবে বৃদ্ধাশ্রমে রেখে আসবো……….?

আমি মনে করি প্রত্যেক সন্তানের তার মা বাবার প্রতি সঠিক দায়িত্ব পালন করা উচিৎ। আর এ বিজ্ঞাপন নিমার্তাকে আমি সশ্রদ্ধ সম্মান জানাই। সুন্দর বিজ্ঞাপন, সাহসী ভাষা।

আমি এ বিষয়ে ব্লগারদের মন্তব্য আশা করছি। ধন্যবাদ।