ভবিষ্যতের ইঞ্জিনিয়ার

প্রকৌশলী মোঃ আরিফ হোসেন রিসাদ
Published : 27 Oct 2012, 09:36 AM
Updated : 27 Oct 2012, 09:36 AM

এইটা ১টা বাস্তবধর্মী কবিতা। কিভাবে CUET Life এর ৪টি বছর শেষ করলাম তা এই ছোট্ট কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি। কবিতাটি ২৪শে জুন,২০১১, শুক্রবার দিবাগত রাত্রি ৩.১৬ মিনিটে লিখা। তখন আমি আমার শিক্ষাজীবনের শেষ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম /:)। কিন্তু পড়ালেখা তো আর ছেলের হাতের মোয়া নয় ;), তাই ফেইসবুকে বসে টাইম্পাস করতে থাকি। কিন্তু মন যে তাতেও মন বসায় না X(…… তাই যেই ভাবা সেই কাজ B-)… কবিতা লিখতে বসে পরি… আর ব্যাস… রেজাল্ট তো নিচেই :)……

পড়তে হবে পড়তে হবে, পড়াতে মোর বসে না মন
মন শুনেনা মনের কথা, যাচ্ছে ছুটে বৃন্দাবন
আজ P.L. এর দ্বিতীয় দিনে, করছি বসে F.B. chat
Exam-এর খাতায় স্যারের কলম, যেন টেন্ডুলকারের bat
মারছি গাজা খাতায় যত, স্যার ও কাটেন ইচ্ছামতো
অবশেষে হাল ছারে স্যার, কেটে খাতা সে ভীষণ ক্লান্ত
হাল ছারিনা আমি dear, খেয়ে বীয়ার মারি gear
এভাবেই তো কাটছে year, হচ্ছি ভবিষ্যতের engineer

(বাস্তবতার সাথে ইহার সম্পূর্ণ মিল আছে) 😛

**সকল ইঞ্জিনিয়ারগণ কে আঘাত করা কবির ইচ্ছা নহে। 😉

***P.L. = প্রিপারেশন লিভ(এক্সাম এর আগে ১২ দিনের প্রস্তুতিমূলক ছুটি)