নীল লাবণী ক্যাটেগরিঃ ফটো বুধবার ১৮জুলাই২০১২, পূর্বাহ্ন ০৬:২৫ পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে। কক্সবাজারের লাবণী পয়েন্টে তোলা একটি ছবি। পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে।
বুধবার ১৮জুলাই২০১২, অপরাহ্ন ০৫:২৩ জিনিয়া বলেছেনঃ আরিফ, এত সুন্দর? এত সুন্দর? কত দেশে বিদেশ তো ঘুরলাম..এত সুন্দর তো দেখিনি!!!!ছবিটার একটা কপি রাখতে পারি? আপনার জন্য শুভকামনা.। জবাব দেবার জন্য প্রবেশ করুন ১
বৃহস্পতিবার ১৯জুলাই২০১২, পূর্বাহ্ন ০১:১৫ আরিফ হোসেন সাঈদ বলেছেনঃ আপনি রাখতে পারেন তবে এখানে ভাল কপি নেই। ভাল কপি আমি আপনাকে দিতে পাড়ি যদি আপনি মেইল বা ফেসবুক কন্টাক দেন। জবাব দেবার জন্য প্রবেশ করুন ১.১
বৃহস্পতিবার ১৯জুলাই২০১২, পূর্বাহ্ন ১২:৫৪ হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ জিনিয়া? ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া…।’ বর্ষায় হাওড় দেখেছ? কিংবা ফাল্গুনে রংপুর থেকে দিনাজপুরে যাওয়ার পথে আগুন লাগানো পলাশ গাছের সারি? কত যতনেই না আমি হৃদয়ে ধরে রাখি বাংলাদেশ। ইনহাস্ত ওয়াতানাম। সাইদ, আপনাকে ধন্যবাদ। জবাব দেবার জন্য প্রবেশ করুন ২
বৃহস্পতিবার ১৯জুলাই২০১২, পূর্বাহ্ন ০১:১৭ আরিফ হোসেন সাঈদ বলেছেনঃ হুম, বাংলাদেশ। হায়রে আমার মন মাতানো দেশ, … রূপ দেখে তোর কেন আমার পরাণ ভরে না, … তোরে এতো ভালবাসি তবু … জবাব দেবার জন্য প্রবেশ করুন ২.১
বৃহস্পতিবার ১৯জুলাই২০১২, পূর্বাহ্ন ১২:৫৫ হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ দুঃখিত নামের ভুল বানানের জন্য। সাঈদ, আপনাকে ধন্যবাদ। জবাব দেবার জন্য প্রবেশ করুন ৩
বৃহস্পতিবার ১৯জুলাই২০১২, পূর্বাহ্ন ০১:১৭ আরিফ হোসেন সাঈদ বলেছেনঃ ব্যাপার না। জবাব দেবার জন্য প্রবেশ করুন ৩.১
জিনিয়া বলেছেনঃ
আরিফ, এত সুন্দর? এত সুন্দর? কত দেশে বিদেশ তো ঘুরলাম..এত সুন্দর তো দেখিনি!!!!ছবিটার একটা কপি রাখতে পারি? আপনার জন্য শুভকামনা.।
আরিফ হোসেন সাঈদ বলেছেনঃ
আপনি রাখতে পারেন তবে এখানে ভাল কপি নেই। ভাল কপি আমি আপনাকে দিতে পাড়ি যদি আপনি মেইল বা ফেসবুক কন্টাক দেন।
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
জিনিয়া? ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া…।’
বর্ষায় হাওড় দেখেছ? কিংবা ফাল্গুনে রংপুর থেকে দিনাজপুরে যাওয়ার পথে আগুন লাগানো পলাশ গাছের সারি? কত যতনেই না আমি হৃদয়ে ধরে রাখি বাংলাদেশ। ইনহাস্ত ওয়াতানাম।
সাইদ, আপনাকে ধন্যবাদ।
আরিফ হোসেন সাঈদ বলেছেনঃ
হুম, বাংলাদেশ। হায়রে আমার মন মাতানো দেশ, … রূপ দেখে তোর কেন আমার পরাণ ভরে না, … তোরে এতো ভালবাসি তবু …
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
দুঃখিত নামের ভুল বানানের জন্য। সাঈদ, আপনাকে ধন্যবাদ।
আরিফ হোসেন সাঈদ বলেছেনঃ
ব্যাপার না।