যাত্রাবাড়ীর বর্তমান যানজট (ছবি)

আরিফ হোসেন সাঈদ
Published : 8 August 2012, 05:02 AM
Updated : 8 August 2012, 05:02 AM

সাধারণ মানুষ যারা ঢাকা শহরে যেতে চান বা ঢাকা শহর থেকে নিয়মিত তাদের বাইরে যেতে হয় তাদের জন্য অন্যতম প্রধান রাস্তা হচ্ছে এই যাত্রাবাড়ী রুটটি। বহু আগে থেকেই এই রুটের জ্যামটি বেশ পরিচিত। যাত্রাবাড়ী-সায়দাবাদ রুটে জ্যামে পড়েননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু ইদানীংকালে যাত্রাবাড়ী-সায়দাবাদ রুটের জ্যামটি অসহনীয় হয়ে উঠেছে। অপরিকল্পিতভাবে ফ্লাইওভার নির্মাণের কারণে রাখা হয়নি পর্যাপ্ত পথচারী পারাপারের ব্যবস্থা। রাস্তাঘাটের বেহাল দশার ভোগান্তির শিকার মানুষজন ছাড়া আর কেউ দেখার নেই। ফলে এসব পথচারীদের নেমে আসতে হয় রাস্তায়। সাধারণ গাড়িগুলোর জ্যামেই একে অসহনীয় অবস্থা তাঁর উপর রিক্সা থেকে শুরু করে নানান ভোগান্তির যেন শেষ নেই। এর প্রভাব গিয়ে পড়েছে আশেপাশের বিকল্প রাস্তাগুলোতে। সেখানেও জ্যাম যেন গেলেই আছে সারাদিন। এমনই ভোগান্তির মধ্য দিয়ে পার করছেন মানুষজন। যারা নিয়মিত ঢাকা শহরে গমন করেন তারা জানান, প্রতিদিন ঢাকা শহরে যেতে যাত্রাবাড়ী থেকে টিকাটুলি পর্যন্ত জ্যামে একঘণ্টা বসে থাকতে হয়। আবার আসার সময় একই জ্যামে একঘণ্টা বসে থাকতে হয়। কখনো কখনো এই জ্যাম যাত্রাবাড়ী থেকে শুরু গুলিস্তান পর্যন্ত চলে যায়। এজন্য তারা কর্তৃপক্ষের অপরিকল্পনাকেই দায়ী করেছেন।

আরিফ হোসেন সাঈদ, ১২ই জুলাই, ২০১২