ক্যাপটোক্রেসি
(বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে উৎসর্গকৃত)
————————————————————
যুদ্ধ করে দেশ স্বাধীন হলো, উড়লো দেশের পতাকা,
আশা ছিল কাটবে এবার, গণ মানুষের হতাশা।
গ্রীক সভ্যতায় জন্ম নেয়া ডিমোক্রেসী ভাই, চলছে জগৎ ময়,
সেই ভাষারই ক্যাপটোক্রেসী, যারে চোরের শাসন কয়।
ভোট দিলাম ভাই দলে দলে, গণতন্ত্র চালু হবে বলে,
শুধি জনের আশা ছিল, জনগণের দূখ কষ্ট যাবে চলে।
যে শাসনে জনগণের ভাগ্য খুলে যায়,
জনগণ তো ভাই সেটাই সদা চায়।
পালা করে ভোট দিলাম ভাই ভিন্ন ভিন্ন দলে
চলবে বলে দেশটা মোদের গণতন্ত্রের কলে।
সব দলেরই নেতারা ভাই দিলেন বহুত কথা,
ভোটের পরে বুঝা গেল তাঁরা কিনেছেন মোদের মাথা।
পাতি নেতাদের কবজায় রাখতে, শুরু হলো দেওয়া দানা ও পানি,
সেই সুবাদে তারাও খুঁজে পেল, ছোট ছোট সোনার খনি।
পালের গোঁদারা মারিল গন্ডার লুটিল ভান্ডার, করিল জাহাজ চুরি,
এই রুপে তারা দেশের বুকেতে অহরহ হানিল ক্ষুরধারো ছুরি।
হতাশায় হাবুডুবু বোবা জনগণ ভোটের সুযোগ পাইল যখন,
একাট্টা হয়ে অন্য দলেরে ক্ষমতায় বসালো তখন।
শপথের মালা গলায় নিয়েই তাঁরা শির ডাঁরা করিল খাড়া,
মারিল গন্ডার লুটিল ভান্ডার হিসাবে অতি বাড়া।
বিনা ক্লেশে, গ্রামে ও গঞ্জে, পুতিল বিদ্যুৎ খাম্বা,
জনগণ পেল না বিদ্যুৎ, পাইল অষ্টরম্ভা।
ত্যাক্ত বিরক্ত হতাশাগ্রস্ত জনগণ আবার বাঁধিল জোট,
মিথ্যা আাশ্বাসের ফানুসে চড়ে এক মার্কায় দিল ভোট।
শপথের মালা শুখানের আগেই ,শুরু করলো তাঁরা ক্যাপটোক্রেসি
তাদের নানা ক্রিয়া কর্মকান্ডে সতত কাঁদিছে প্রানহীন ডেমোক্রেসী ।
————————————————————–
qazi বলেছেনঃ
ক্যাপটোক্রেসি
(বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে উৎসর্গকৃত)
————————————————————
যুদ্ধ করে দেশ স্বাধীন হলো, উড়লো দেশের পতাকা,
আশা ছিল কাটবে এবার, গণ মানুষের হতাশা।
গ্রীক সভ্যতায় জন্ম নেয়া ডিমোক্রেসী ভাই, চলছে জগৎ ময়,
সেই ভাষারই ক্যাপটোক্রেসী, যারে চোরের শাসন কয়।
ভোট দিলাম ভাই দলে দলে, গণতন্ত্র চালু হবে বলে,
শুধি জনের আশা ছিল, জনগণের দূখ কষ্ট যাবে চলে।
যে শাসনে জনগণের ভাগ্য খুলে যায়,
জনগণ তো ভাই সেটাই সদা চায়।
পালা করে ভোট দিলাম ভাই ভিন্ন ভিন্ন দলে
চলবে বলে দেশটা মোদের গণতন্ত্রের কলে।
সব দলেরই নেতারা ভাই দিলেন বহুত কথা,
ভোটের পরে বুঝা গেল তাঁরা কিনেছেন মোদের মাথা।
পাতি নেতাদের কবজায় রাখতে, শুরু হলো দেওয়া দানা ও পানি,
সেই সুবাদে তারাও খুঁজে পেল, ছোট ছোট সোনার খনি।
পালের গোঁদারা মারিল গন্ডার লুটিল ভান্ডার, করিল জাহাজ চুরি,
এই রুপে তারা দেশের বুকেতে অহরহ হানিল ক্ষুরধারো ছুরি।
হতাশায় হাবুডুবু বোবা জনগণ ভোটের সুযোগ পাইল যখন,
একাট্টা হয়ে অন্য দলেরে ক্ষমতায় বসালো তখন।
শপথের মালা গলায় নিয়েই তাঁরা শির ডাঁরা করিল খাড়া,
মারিল গন্ডার লুটিল ভান্ডার হিসাবে অতি বাড়া।
বিনা ক্লেশে, গ্রামে ও গঞ্জে, পুতিল বিদ্যুৎ খাম্বা,
জনগণ পেল না বিদ্যুৎ, পাইল অষ্টরম্ভা।
ত্যাক্ত বিরক্ত হতাশাগ্রস্ত জনগণ আবার বাঁধিল জোট,
মিথ্যা আাশ্বাসের ফানুসে চড়ে এক মার্কায় দিল ভোট।
শপথের মালা শুখানের আগেই ,শুরু করলো তাঁরা ক্যাপটোক্রেসি
তাদের নানা ক্রিয়া কর্মকান্ডে সতত কাঁদিছে প্রানহীন ডেমোক্রেসী ।
————————————————————–