গত দু’দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি

আরিফ হোসেন সাঈদ
Published : 4 April 2012, 02:11 AM
Updated : 4 April 2012, 02:11 AM

জনগণের টাকায় পুলিশ বাহিনীকে পালা হয় দেশকে নিয়ন্ত্রণ জন্য জনগণকে খুন করতে। গত দুদিনের পত্রিকার সংবাদগুলো দেখে আমি খুবই আতঙ্কিত। আমরা সাধারণ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর মত নিরাপত্তা আমরা পাই না। আমাদের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তুষ্ট জনক হবে কি করে। একটি স্বাধীন দেশে এভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটতে পারে না। রাষ্ট্রের নাগরিকদের বিচার পাবার শতভাগ অধিকার রয়েছে। অপরাধের শাস্তি খুন হতে পারেনা। তাছাড়া রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মত সুসজ্জিত বাহিনী যাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা তাদের দ্বারা তা মোটেও কাম্য নয়। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর আইন ভঙ্গ করার যে স্বেচ্ছাচারী খেলায় মেতে উঠেছে তা সমগ্র দেশে প্রভাব ফেলেছে। এভাবে চলতে থাকলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই বিপর্যয়ের দিকে চলে যাবে।
আমরা সংবাদ পত্রের আলোকে গত দুদিনে ঘটে যাওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার চেষ্টা করি।

নরসিংদীতে RAB'এর গুলিতে ৬ জন নিহত এবং আরো চার জন আহত হয়েছে। জানা যায় তাঁরা ৪০ হাজার টাকা ছিনতাই করে পালাচ্ছিল। – ৩ এপ্রিল ২০১২
রাজধানীতে আবদুল মোমিন নামের একজন ব্যবসায়ী RAB'এর গুলিতে নিহত হয়েছেন। তার পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। – ৩ এপ্রিল ২০১২
চট্টগ্রামে চালককে অপহরণ করে শাটল ট্রেন বন্ধ করে দিয়েছে শিবির। – ৩ এপ্রিল ২০১২
কেরানীগঞ্জে বৃদ্ধা খুন। – ৩ এপ্রিল ২০১২
গাছের সঙ্গে বেঁধে স্বামীকে দিনভর নির্যাতন। – ৩ এপ্রিল ২০১২
নওগাঁয় গণপিটুনিতে ছিনতাইকারী খুন। – ৩ এপ্রিল ২০১২
বিশেষজ্ঞরা মনে করছেন এটি আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর মানুষের আস্থাহীনতার পরিচয়।
ভেদরগঞ্জে মিতুর খুনিদের বিচারের দাবিতে মানব বন্ধন। – ৩ এপ্রিল ২০১২
সাটুরিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার। – ৩ এপ্রিল ২০১২
চিলমারীর চরে ডাকাত দলের সঙ্গে সংঘর্ষে গ্রামবাসী নিহত। – ৩ এপ্রিল ২০১২
মাদ্রাসার ছাত্রীর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানব বন্ধন। – ৩ এপ্রিল ২০১২
পাকুন্দিয়ায় নাদিরা হত্যার প্রতিবাদে ফাঁসির দাবিতে বিক্ষোভ। – ৩ এপ্রিল ২০১২
পটুয়াখালীতে সাংবাদিক বিলাস দাসের উপর হামলা। – ৩ এপ্রিল ২০১২
গাইবান্ধায় ব্যবসায়ীর লাশ উদ্ধার। – ৩ এপ্রিল ২০১২
রূপগঞ্জে পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত দুই। – ৩ এপ্রিল ২০১২
বরিশালে ২ শ্রমিককে কুপিয়ে জখম। – ৩ এপ্রিল ২০১২
ভালুকায় স্বামীর নির্যাতনে গার্মেন্টস কর্মী হাসপাতালে। – ৩ এপ্রিল ২০১২
মুরাদনগরে সন্ত্রাসী হামলায় আহত দুই। – ৩ এপ্রিল ২০১২
রাজধানীতে ছাতলা ভবনের ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু। – ৩ এপ্রিল ২০১২
মেহেরপুরে ২ আওয়ামীলীগ কর্মীকে কুপিয়ে হত্যা। – ৩ এপ্রিল ২০১২
ময়মনসিংহে সন্ত্রাসীদের তাণ্ডবে ৪০ বাড়ি ভাংচুর। – ৩ এপ্রিল ২০১২
পুলিশের গুলিতে যুবক নিহত। পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে মামলা। প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৮ মার্চ সন্ধ্যায় নিহত মাসুদকে পুলিশ সদস্যরা দৌড়াতে বলে পেছন থেকে গুলি করে। এলাকাবাসী তাকে হাসপাতালে নেয়ার আহ্বান জানালে পুলিশ তাতে সাড়া না দেয়ায় তার মৃত্যু হয়। – ২ এপ্রিল ২০১২
রাজধানীতে ভার্সিটির ছাত্র ও পুলিশের সংঘর্ষে আহত ১০। – ২ এপ্রিল ২০১২
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন। – ২ এপ্রিল ২০১২
জামালপুরে সড়ক দুর্ঘটনায় আহত ত্রিশ। – ২ এপ্রিল ২০১২
মহেশপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। – ২ এপ্রিল ২০১২
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক। – ২ এপ্রিল ২০১২
সাংবাদিক দম্পতি হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে ৪৮ ঘণ্টা অনশন। – ২ এপ্রিল ২০১২
চাটখিলে সড়ক দুর্ঘটনায় আহত বিশ। – ২ এপ্রিল ২০১২
মুন্সীগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ৫। – ২ এপ্রিল ২০১২
কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ৫। – ২ এপ্রিল ২০১২
রামগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, লুটপাট, আহত ৫। – ২ এপ্রিল ২০১২
নাটোরে ছেলের হাতে বাবা খুন। – ২ এপ্রিল ২০১২
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫। – ২ এপ্রিল ২০১২
জামালপুরে বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার। – ২ এপ্রিল ২০১২
কুমিল্লায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন। – ২ এপ্রিল ২০১২
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু। – ২ এপ্রিল ২০১২
যশোরের ঝিকরগাছা থানা হাজতে আসামী নির্যাতন ও তার পুরুষাঙ্গ পোড়ানোর ঘটনা। – ২ এপ্রিল ২০১২
সূত্র: দৈনিক সংবাদ