হাইকোর্ট প্রাইভেট সিএনজি চলাচল নিষিদ্ধ করলো

আরিফূর
Published : 27 June 2012, 04:01 AM
Updated : 27 June 2012, 04:01 AM

আমি একজন প্রাইভেট সিএনজির হতভাগা মালিক। সিএনজিটি ১০০% নিজে ব্যাবহার করি, সবসময় নিজে চলাচল করি, আমি আমার প্রাইভেট সিএনজি কখন ভাড়ায় চালাইনি । হঠাৎ ১১ই জুন ২০১২ হাইকোর্ট প্রাইভেট সিএনজি ঢাকা মেট্টোপলিটন শহরে চলাচল করতে নিষিদ্ধ করলো। আমি জানি অনেক প্রাইভেট সিএনজি ভাড়ায় চলে । এ জন্য সকল প্রাইভেট সিএনজি নিষেধ করে হাই কোর্ট অমানবিক বৈসম্য করল। অনেক প্রাইভেট কার ভাড়াই চলে বোঝার উপায় নাই । মধ্যবিত্তরা সব সময় অমানবিক বৈসম্যের শিকার হয় এবং হয়ে যাবে সারা জীবন। এই আমাদের স্বাধীন বংলাদেশ?