রুশান, শুধু তোর জন্য…

একজন আরমান
Published : 28 Jan 2013, 05:24 AM
Updated : 28 Jan 2013, 05:24 AM

ছোট্ট একটি ফুল রুশানকে নিয়ে একটি কবিতা লিখেছিলাম। সেটি দিয়েই এখানে আমার কবিতা লিখার খাতা খুললাম।

কোনদিন তোকে দেখিনি,
চিনতামও না !
তুই হয়তো আমারই কোন এক ভগিনীর সন্তান,
তার কলজের টুকরো।
যে কিনা এতদিন তোকে বাঁচানোর জন্য-
একাই চেষ্টা করে গেছে।
আজ থেকে আমি-আমরাও আছি,
আমাদের সেই ভগিনীর সঙ্গে।
তোকে বাঁচানোর জন্য সর্বচ্চো চেষ্টা করে যাবো,
তোকে কথা দিচ্ছি।
বাকিটা সৃষ্টিকর্তার হাতে।।
তুই ভয় পাস না রে বোকা,
তোর এতো শুভাকাঙ্ক্ষী থাকতে –
তোর কি কিছু হতে পারে?
কিচ্ছু হবে না তোর।
তুই আবার আগের মত-
হাসবি-খেলবি,
সারা ঘর মাথায় তুলে রাখবি।।
শুধু তোর জন্য আমরা আবার যুদ্ধে নেমেছি,
তোকে ফিরিয়ে আনার যুদ্ধ।।

আরমান
২২/১১/২০১২
রাত ০২:২৫:১৭

ছোট্ট একটা আইডিয়া
রুশানের জন্য আমাদের কিছু করা উচিৎ। এখনই সময়। আমাকে দিয়েই একটি উদাহরণ দেই। ধরুন আমি প্রতিদিন ৮/১০ টি বেনসন খাই। প্রতিটি ৮ টাকা করে। তো আমি যদি প্রতিদিন ২ টা করে কম খাই তবে প্রতিদিন ১৬ টাকা করে জমাতে পারছি। তাহলে মাস শেষে কতো জমা হবে? হ্যাঁ ! ৪৮০ টাকা !!

আবার ধরুন আমি প্রতিদিন রিকশা তে করে গুলশান এক নাম্বার থেকে দুই নাম্বার যাই। রিকশা ভাড়া ২০ টাকা। যদি আমি প্রতিদিন অন্তত একবার হেঁটে কিংবা বাসে যাই তাহলে আমার কতো টাকা বাঁচে? ৬০০ টাকা !

তো এই ছিল আমার আইডিয়া। এরকম আরও হাজারটা আইডিয়া আছে। আপনি যে কোন টা ব্যাবহার করতে পারেন আর এই অর্থ রুশানের চিকিৎসার জন্য ব্যায় করতে পারেন। আর রুশানকে তার মায়ের কোলে ফিরে যাবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।

রুশান সম্পর্কে বিস্তারিত জানতেঃ
http://www.somewhereinblog.net/blog/srjony/29716327
http://www.somewhereinblog.net/blog/armaan938/29734101