কাছে রাখুন আপনার নিকটস্থ উকিল এবং পুলিশ থানার ঠিকানা সমূহ

মাহবুব ইসলাম অর্নভ
Published : 10 Dec 2015, 06:43 PM
Updated : 10 Dec 2015, 06:43 PM

আমি আপানদের একটি বাস্তব সত্য কাহিনী বলছি, বিশ্বাস করুন বা নাই করুন, বাস্তবতা এটাই ছিল হয়তো। কাহীনিটি হচ্ছেঃ-

"আজ থেকে আনুমানিক ঠিক ২ বছর আগে আমার এক বন্ধুর বাবা একটি প্লট কেনার জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করছিলেন এবং অনেক সংবাদপত্রও ঘেঁটেছিলেন। সবশেষে, তিনি সংবাদপত্র থেকে একটি বিজ্ঞাপন দেখে একটি প্লট কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ঐ প্লটটি কেনার জন্য প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয় করেছিলেন কিন্তু দূরভাগ্য বশত ঐ প্লটটি আঙ্কেল এর কপালে আর ছিলনা। কারন, প্লটটি যারা তাকে বিক্রি করেছিল তারা কোন একটি সিন্‌ডিক্যাট এর সদস্য ছিল, যারা ভুয়া কাগজপত্র তৈরি করে এবং মানুষকে ধোঁকা দেয়। পরবর্তীতে আমার বন্ধুর বাবা অনেক ঘোরাঘুরি করে জানতে পারেন এইখানে কিছু অসাধু ব্যাক্তি জরিত রয়েছিলেন, কিছু ছিল সরকারি আর কিছু ছিল বেসরকারি। আমার বন্ধুর বাবাকে তারা হুমকিও দিয়েছিল। পরে তিনি নিকটস্থ থানায় যোগাযোগ করেছিলেন। তখন থানার ও.সি. প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করেছিলেন। তার কিছুদিন পরে তিনি একজন উকিলকে নিজুক্ত করেছিলেন যিনি তার পরিচিত ছিল কিন্তু কোন কাজ হয়নি এখন পর্যন্ত। এখন তিনি সর্বশান্ত।"

আঙ্কেল অনেক বৃদ্ধ মানুষ ছিলেনতো তাই তিনি এই ভুলটি করেছিলেন। আশাকরি, আপনারা আমার বন্ধুর বাবার মত ভুল করবেন না। যদি কখনো আপনাদের সন্দেহও হয় যে, আপনি ধোঁকায় পরেছেন বা এমন কোন বিপদে যা আইনকানুন সংক্রান্ত। তবে আপনাদের কোন পরিচিত উকিল বা থানায় যোগাযোগ করুন।