৩০ বছর ধরে বিচ্ছিন্ন আমসারা খালের সেতুটি

আমিনুর রহমান হৃদয়
Published : 18 August 2017, 06:21 PM
Updated : 18 August 2017, 06:21 PM

সংযোগ সড়ক না থাকায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আমসারা খালের উপর সেতুটি ৩০ বছর ধরে বিচ্ছিন্ন পড়ে রয়েছে। ১৯৮৭-র বন্যায় সেতুর দু'পারের সড়ক খালে বিলীন হলেও মেরামত করা হয়নি। জেলার পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নের জাবরহাট-বোচাগঞ্জ সংযোগ সড়কের এই সেতু অকেজো থাকায় ভোগান্তি পোহাচ্ছেন ১০-১২টি গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানান, বর্ষায় কোমর পানি পাড়ি দিতে হয়। এলাকাবাসী এটা মেরামতের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও ব্যর্থ হয়েছে। সব সময় প্রশাসন আশ্বাস দিলেও কাজ হয়নি বলে জানান তিনি। আরেক গ্রামবাসী জানান, সড়কটি মেরামত না করায় ছেলে-মেয়েদের বর্ষায় অনেক পথ ঘুরে স্কুলে যেতে হয়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, স্বাধীনতার আগে তৈরি সেতুটি ৮৭'তে সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। এতে খালের পূর্ব পাড়ের কয়েকটি গ্রামের সাথে জাবরহাট ইউনিয়ন পরিষদের পশ্চিম পাড় এবং বোচাগঞ্জ উপজেলার সঙ্গে যোগাযোগে ভোগান্তি বাড়ে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী ইসমাঈল হোসেন বলেন,''আমসারা সেতুর বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'' উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন,"দেরিতে হলেও এটি মেরামত করা হবে। বিষয়টি আমিসহ স্থানীয় এমপি অবগত আছেন।''