সভ্যতার সর্বোচ্চ চূড়ায় আরোহনের পরও রোবটিক্স জীবন

আরিয়ান নিহাল
Published : 31 July 2015, 02:29 PM
Updated : 31 July 2015, 02:29 PM

আগে তো মানুষ এমন ছিল না, পৃথিবীর বয়স বাড়ার সাথে সাথে মানুষের মূল্যবোধ, সততা, মানবিকতা, জীবন বোধ এবং সহনশীলতার বয়স যেন দিন দিন কমে যাচ্ছে। আমরা যতই সভ্যতার উন্নত শিকড়ে পৌঁছাচ্ছি এগুলো ততই বিরল প্রজাতির প্রাণির মত গবেষণা লব্দ বিষয় হয়ে উঠছে।প্রতিদিন সংবাদ পত্রের পাতা বা টেলিভিশন খুললেই চোখে পড়ে মানুষের মূল্যবোধের অবক্ষয় ও হ্নদয়হীনতার ভুরি ভুরি উদাহরণ। পাপ বোধ কিংবা মানবতা বোধ মানুষের মধ্যে এখন খুব কমই কাজ করে। বাংলাদেশের ক্ষেত্রেই ধরুননা, আমি এক একটা করে বলি, বি.ডি.আর. বিদ্রোহ, তাজরিন ফ্যাশন, রানা প্লাজা, সাগর -রুনি হত্যা, জায়েদ হত্যা এবং সর্বশেষ রাজন হত্যার মত বর্বরোচিত ঘটনা। এ ঘটনা গুলো পর্যবেক্ষণ করলে দেখবেন যে কোন মানবিক বিবেক সম্পন্ন মানুষ তা করতে পারে না কিন্তু মনুষ্য রুপি শয়তান গুলোই এই জঘন্য এবং ঘৃণ্য কাজ গুলো করেছে এবং বুক ফুলিয়ে সিনেমার নায়কদের মত বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের সমাজ বা দেশ বা দেশের কতিপয় মানুষ তাদের বিভিন্ন ভাবে রক্ষা করছে। মানবতা আজ আকাশে বাতাসে আহাজারি করে ডুঁকরে কাঁদছে। হে হ্নদয়হীন মানুষেরা যান্ত্রিক সভ্যতার বিকাশের সাথে সাথে তোমাদের অন্তরও কি যান্ত্রিক হয়ে গেছে? আমি আজ মানবতাকে খুঁজে ফেরি। আছো কি কেউ আমার পাশে, যে মানবতার পতকা উড়াবে দেশে দেশে?