স্বাধীনতার তিন যুগ পরেও আমাদের অবস্থান আজ কোথায়?

আরিয়ান নিহাল
Published : 11 August 2015, 02:44 AM
Updated : 11 August 2015, 02:44 AM

পৃথিবীর বয়স বাড়ছে, সে সাথে পৃথিবীর বয়সের সাথে পাল্লা দিয়ে মানুষের মস্তিষ্কেরর বিকাশ নিতান্ত কম নয়। সভ্যতা আজ সর্বোচ্চ চূড়ায়, তথ্য প্রযুক্তিতে পৃথিবীর উন্নত দেশ গুলো আজ যোজন যোজন এগিয়ে। মানবিকতার এই অবক্ষয়ের যুগে অনেক দেশ মানবিকতার উৎকৃষ্টতম উদাহরণ আর উন্নতির এই চরম যুগে আমাদের সোনার বাংলার কি অবস্থা সেটা আপনারা নিজেই উপলদ্ধি এবং পর্যবেক্ষণ করুন। স্বাধীনতার তিন যুগ পরেও আমার ডাইনোসর যুগে পড়ে আছি। আমার তো মনে হয় ডাইনোসর যুগের দেশ গুলোর অবস্থা বর্তমান বাংলাদেশের চেয়ে অনেক ভাল ছিল। এখানে কোন নিয়ম শৃঙ্খলা নেই, নেই বিধি নিষেধের বলাই শুধু আছে ক্ষমতা প্রদর্শনের মহড়া। কে কার চেয়ে শক্তিধর তা দেখাতেই পদওয়ালা মানুষ গুলো দিন রাত ব্যস্ত। প্রায় মানুষের মানবিক মূল্যবোধ অবক্ষয়েরর পথে তা না হলে রাজন হত্যা, রাকিব হত্যার মত ঘটনা দেখা যেত না কিন্তু দুঃখের বিষয় এই রকম হ্নদয় বিদারক ঘটনা আমাদের দেশে বার বার রিপিট হয়। দুর্নীতিরর কথা একটু বলা যাক, এখানে ঝাড়ুদারের চাকুরির জন্যও টাকা নেওয়া হয়, অন্য পদ গুলোর কথা নাইবা বললাম। গর্ব করে বলতে পারি দুর্নীতিতে আমরা অনেক বার চ্যাম্পিয়ন! আমদের দেশে ঠিকই প্রত্যেক বছর বাজেট হয়, ব্যয় খাত দেখানো হয় কিন্তু বাজেটের টাকা গুলো কতিপয় সোনার মানুষের পকেট থেকে যেন বের হতেই চাই না আর সেই কারণে সোনার মানুষদের পেট ও পকেট দিন দিন যতই বড় হচ্ছে ততই আমাদের দেশের অবস্থা হাড্ডিষার হচ্ছে। এ যখন আমাদের অবস্থা, তখন আমাদের সাথে স্বাধীনতা লাভ করা দেশ গুলোর দিকে থাকালে লজ্জায় মাথা নয়ে আসে। আমরা জাতি বটে! আমাদের কি কোন দিন হুশ ফিরবে না? বিশ্বের দরবারে আমরা আর কত বার লজ্জিত হব? এই লজ্জা শুধুই আমার, আপনার নয় এই লজ্জা জাতীয় লজ্জা।