দুর্নীতি ও আমরা

Habib
Published : 28 July 2012, 01:46 PM
Updated : 28 July 2012, 01:46 PM

আমরা বাংলাদেশে বাস করি। দুর্নীতি আমাদের নিত্যসঙ্গী । আর যে পদ্মা সেতুতে দুর্নীতি হয় নাই, এটা আমার কাছে অবাস্তব মনে হয় । আমাদের সরকারী সেনাবাহিনীতে দুর্নীতি খুব কম হয় । কিন্তু তারপর ও যা হয় তা কিন্তু কম না যেমন- সরকারি সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরিতে সেখানে ঘুষ বিদ্যমান । সেখানে চাকুরিতে কমপক্ষে ১ থেকে ২ লক্ষ টাকা লাগে । কিন্তু বলা হয় এই চাকুরি জনসমক্ষে…..লেনদেন কোন ব্যাপার নেই । মনে হতে পারে এই চাকুরি কেন করবেন? কিন্তু এই সেনাবাহিনীর সৈনিক চাকুরি একটা গ্রামের ছেলের কাছে অনেক মূল্যবান। আর এই ধরনের চাকরিতে সাধারণত গ্রামের ছেলেরা আসে…যারা এস.এস.সি অথবা এইচ.এস.সি পাশ করে আসে,তাদের কাছে এটা মহা মূল্যবান। আবার একজন লোক যদি টাকার বিনিময়ে শিক্ষকতা পদে আসে তার কাছ হতে কিভাবে তার ছাত্ররা সুশিক্ষা লাভ করবে? আর কোন সরকারী কাজের কাজ এলে..তো কোন কথাই নেই, শুরু হয় দুর্নীতির উৎসব ।

সাধারনত গ্রামে মাঝে মাঝে ছোট খাট ব্রীজ বা পুল তৈরী হয় । আর তার দুই তৃতীয়াংশ টাকা এলাকার মেম্বার /চেয়ারম্যান অথবা এমপিদের মধ্যে ভাগ হয় । আর এক ভাগ টাকা জনগনের পেছনে ব্যায় হয় । আর জনগন ভাবে আমাদের উন্নয়ন চুড়ান্ত ।আর সেই পুল ২ বা ৩ বছর না যেতেই ভেঙ্গে পড়ে । তার পর আবার কাজ আসে আবার হয় দুর্নীতি । আর আমরা জনগন খুবই বোকা । আমার জানা মতে এমন কোন সরকারী কাজ বা চাকুরি নেই যা দুর্নীতি হতে মুক্ত….যেখানে একজন দরিদ্র ছেলে শিক্ষাজীবনের অনেক পথ পাড়ি দিয়ে সে চায় একটি সম্মান চাকুরী । কিন্তু তার যদি না থাকে টাকা , না থাকে মামার জোর সে কি পারবে তার কাঙ্খিত লক্ষে পৌছাতে? হয়ত ১০০ জনের মধ্য ৯৫ জন তা পারবেন না। কারন হচ্ছে আমাদের দুর্নীতি ।আর যে ৫ জন পারবেন তাদের বলতে হবে অলৌকিক ঘটনা। আজ আমরা বলতে পারবো না যে আমাদের কোন স্থানটি দুর্নীতির বাইরে ….. আর সেই স্থানে আমাদের পদ্মা সেতুতেই যেই দুর্নীতি হয় নাই ….সেটা আপনারাই বলুন যে আমাদের পদ্মা সেতুতে কি তাহলে দুর্নীতি হয়েছে?