আমি বিরক্ত! আমি বিব্রত!

আসাদুজজেমান
Published : 21 Oct 2012, 07:27 PM
Updated : 21 Oct 2012, 07:27 PM

বিডি ব্লগ এবং ব্লগ মডারেটর সম্পর্কে আমি সবসময় উচ্চ ধারনা প্রসন করি।
ব্লগ মডারেশনের প্রয়োজনীয়তা এবং বিডি ব্লগ মডারেটরের দক্ষতা বিষয়ে আমি সচেতন এবং আমার রয়েছে সপ্রসংশ মনোযোগ।
কিন্তু একটি পোস্ট প্রকাশ হতে যদি ১৯ ঘন্টা পেরিয়ে যায় তখন আমাকে বিরক্ত হতে হয়, বিব্রত হতে হয়!!!
গত রাত ২:৪৫ মিনিটে আমি বিডি ব্লগে প্রকাশের জন্য একটি পোস্ট দেই। ধারনা ছিলো, সকালে এটি প্রকাশ পাবে। সকাল ১০:১৩ মিনিটে মো ফয়সাল আহম্মদের- "ভাড়া বাড়ি:পদে পদে লংঘিত হচ্ছে ভাড়াটিয়াদের অধিকার" লেখাটি প্রকাশ হবার পর, আমার লেখা প্রকাশিত হতে না দেখে এবং ব্লগপোষককে অনলাইনে না দেখে, হয়তো কোনো সমস্যা হয়েছে ভেবে পেন্ডিং পোস্ট থেকে লেখাটি মুছে ১০:৩০ মিনিটে পোস্টটি আবার দেই।
তারপর একে একে………….।
সকাল ১১:৫৭ মিনিটে সুকান্ত কুমার সাহার "পূজোয় কেনা কাটাঃ"
দুপুর ১২:৩২ মিনিটে রীতা রায় মিঠুর "সন্তানের অপকর্মের দায় নেয় অভাগা পিতামাতা, কুনাগরিকের দায় নেয় অভাগা রাষ্ট্র!
দুপুর ১:৩২ মিনিটে মাসুদ খানের "শৃঙ্খলিত বাঙ্গালি, মুক্তির পথ এবং একজন তারেক মাসুদ" লেখাগুলো প্রকাশিত হয়েছে………..।

অথচ আমার লেখাটি প্রকাশ হয়নি!!!
হতে পারে নীতিমালা সংক্রান্ত কোনো সমস্য ছিলো! হতে পারে লেখাটি প্রকাশ অযোগ্য ছিলো!
এ সকল কারনে যদি আমার লেখাটি প্রকাশ না হয়, তবে আমার বলার কিছুই নেই….আমি দুঃখিত…। আমি আন্তরিকভাবে দুঃখিত!
তবে যদি সমস্যা থাকে তা কি লেখককে জানানোই সংগত নয়? আমি বারবার পেন্ডিং পোস্টে গিয়েছি এবং হতাশ হয়েছি। লেখা প্রকাশে যদি সমস্যা থাকে তাহলে পেন্ডিং পোস্টে ঝুলিয়ে রাখার দরকার কি????
সত্যি, আমি আহত, আমি মর্মাহত…………………………………………………..।

এ ছাড়াও সাম্প্রতিক সময়ে পোস্ট এবং মন্তব্য প্রকাশে মডারেটরদের বিলম্ব হতাশাজনক!
এমন বিষয় নিয়ে আমাকে লিখতে হচ্ছে, ভাবতেই খারাপ লাগছে…..তবুও লিখছি, আশা করি, এ বিষয়ে কর্তৃপক্ষ দৃষ্টি দেবে।

*****লেখাটি লেখার পর মনে হচ্ছে- সেই শেয়ালের গল্প, আংগুর না পেয়ে যে বলেছিলো-"আংগুর ফল টক"। আমি ভেবেছি, বারবার ভেবেছি- আচ্ছা, আমি কি সেই শেয়ালের মতো, আমার লেখা ছাপা হয়নি বলেই আংগুর ফল টক বলছি!!! আমার লেখা সঠিক সময়ে ছাপা হলে কি আংগুর মিষ্টি হয়ে যেত!!!

এ কথা ঠিক, আমার লেখা সঠিক সময়ে ছাপা হলে আমি হয়তো "সাম্প্রতিক সময়ে পোস্ট এবং মন্তব্য প্রকাশে মডারেটরদের বিলম্ব হতাশাজনক!" কথাটি বলতাম না। এটা আমার অবচেতন অসততা!

আবার এ কথাও ঠিক, মডারেটরদের ধির গতি আমাকে হতাশ করছে…..। হয়তো অনেককেই হতাশ করছে……
আর তাই আমার প্রোফাইলে, পোস্ট এবং মন্তব্য প্রকাশে মডারেটরদের বিরক্তিকর বিলম্বের প্রতিবাদে কালো ব্যানার ঝুলিয়ে দিলাম। ব্লগ টিমের গতিশীলতার দাবি জানালাম……………….।