অবশেষে অপেক্ষার দীর্ঘতম প্রহর পেরিয়ে, ফিরে পেলাম প্রিয় ‘বিডিব্লগ’….
বিডিব্লগের সাথে আমার ‘জন্মসুত্র’ বা প্রথম যোগ জড়িয়ে আছে!
১১ ফেব্রুয়ারী ২০১১, যেদিন থেকে বিডিনিউজ24.কম ব্লগ যাত্রা শুরু করলো, সেদিন থেকে এ ব্লগে যাত্রা শুরু আমারও। ব্লগের বর্তমান গেটাপে হয়তো যোগদানের তারিখ দেখা যাবে না, তবে কেউ যদি নিতান্ত আগ্রহভরে আমার পূর্বের পোস্টগুলো দেখতে থাকেন, তবে দেখবেন- ১১ ফেব্রুয়ারী ২০১১, আমি পোস্ট করেছিলাম ব্লগে আমার প্রথম পোস্ট ‘পৃথিবীর আদি ইভ টিজার!‘
আমার এ ব্লগিং নিয়মিত ভাবেই চলেছে, ১৪মার্চ ২০১৩ ব্লগ সাময়িক বন্ধ হওয়ার আগ পর্যন্ত (লক্ষ্যনীয়, ১৩মার্চ ২০১৩ আমি পোস্ট করেছিলাম সর্বশেষ পোস্ট- ‘একটি অযৌক্তিক হরতালকে পুলিশি রাষ্ট্র কিভাবে বৈধ করে দিল!!!‘)।
তারপর দীর্ঘ ১১ মাস ৭ দিনের বিরতি!! অনেকে অবশ্য সময়কালের দিকে উৎসুক দৃষ্টিতে তাকাতে পারেন এবং ভাবতে পারেন- সময়কালটা মাতৃত্বের প্রচলিত সময়ের সাথে মিলে গেছে, এবং ১০ মাস ১০ দিনের হৃদয়ে ধরা শিশুটি নতুন রুপে আমাদের মাঝে ফিরে এসেছে…
এই নতুন ফেরার পর ২১ ফেব্রুয়ারী ২০১৪, ব্লগে আমি পোস্ট করি- ‘বাংলাদেশ, আমি তোমার ওপর বিরক্ত!‘। লক্ষ্যনীয়, আমার আগে ব্লগ পোস্ট করেন- আইরিন সুলতানা এবং কৌশিক আহম্মেদ, যারা দুজনেই সম্ভবত এডমিন হিসাবে আছেন। অর্থাৎ এডমিনদের বাদ দিলে আমার পোস্টটিই নতুন যাত্রার প্রথম পোস্ট!
আমি আনন্দিত, বিডিব্লগের প্রথমদিনের ব্লগার হিসাবে এবং নতুন শুরুর প্রথম পোস্টকারী হিসাবে।
এবার আমার অপরাজিত (প্রথম থেকে আজ) ব্লগিং এর কথা বলি-
আমার একটি প্রিয় গান- আমি তোমারও সঙ্গে বেধেঁছি আমারো প্রান, সুরেরও বাঁধনে।
ব্লগিং করতে গিয়ে এ গান মিশে গেছে দিনলিপির সাথে- আমি তোমারও সঙ্গে বেধেঁছি আমারও প্রান, লেখনীর বাধঁনে…আমায় লেখনীর বাঁধনে বেঁধেছে- আব্দুল মোনেম, জহিরুল চৌধুরী, নুরুন্নাহার শিরীন, হৃদয়ে বাংলাদেশ, প্রবাসী, রীতা রায় মিঠু, বাসন্ত বিষুব, আইরিন সুলতানা, কৌশিক আহমেদ, মঞ্জুর মোর্শেদ, জাহেদ-উর-রহমান, জিনিয়া, আবু সাঈদ আহমেদ, জুলফিকার জুবায়ের, মোত্তালিব দরবারী, মোঃ আব্দুর রাজ্জাক, ম.সহিদ, মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী, প্রবীর বিধান, সুকান্ত কুমার সাহা, বিন্দুবিসর্গ, সত্য কথক, নীলকন্ঠ জয়, মাহি জামান, আবু সুফিয়ান, দুরন্ত বিপ্লব, মোঃ হাসেম, মোসাদ্দিক উজ্জ্বল, আমিন আহম্মদ, রণদীপম বসু, হেলজিনোম২০১০, আকাশের তারাগুলি, মুশফিক ইমতিয়াজ চৌধুরী,(আরো অনেকেই…) এ সব লেখকেরা তাদের অসাধারন লেখনীতে এ বাধঁন তৈরি করেছেন, এ প্রাপ্তিকে পূর্ন করেছেন।
যদিও বিভিন্ন মেয়াদে অনেক বন্ধুই চলে গেছেন। তবে আমি আশা করছি, গ্রামীনফোনের বিজ্ঞাপনের মতো- বন্ধুরা ঘরে ফিরবেই। হারানো অতৃপ্তি লেখনীতে পূর্ন করবেই। আর এ জন্য প্রথম এবং প্রধান ভুমিকা রাখতে হবে ব্লগ কর্তৃপক্ষকে! ব্লগারদের তথ্য যেহেতু ডাটাবেজে আছেই, তাই তাদের সাথে এখনই যোগাযোগ করাটা হবে ব্লগ কতৃপক্ষের প্রধান কাজ এবং দীর্ঘ সময় ব্লগ বন্ধ রাখার দায় এবং দোষ মোচনের সুযোগ!
যদিও জানি, একজন বন্ধু আর কখনোই ফিরবেন না! প্রিয় সাইফ ভূঁইয়া যে চলে গেছেন না ফেরার দেশে(৫জুলাই,২০১২)। ব্লগার সাইফ ভূঁইয়ার স্মৃতির প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা……।
এভাবেই আমার অপরাজিত ব্লগিংয়ে লেখক হিসাবে কখনো পাঠক হিসাবে দেখছি হৃদয়ের বাঁধনে বাঁধা মানুষ গুলোর আসা- যাওয়া…..এর ফাঁকেই গড়ে উঠেছে অনেক ভালো লাগা মন্দ লাগা….লেখালেখির বাহিরেও গড়ে উঠেছিলো নানা অর্জন। যে অর্জনের নেতৃত্ব দিয়েছে উদ্দোমী ব্লগারেরা। ব্লগের এ নবজন্মে অনুপ্রেরনার অংশ হিসাবে আমি স্বরণ করছি সে অর্জনের রোলিং পয়েন্টগুলো-
এক.- অন্তর্জালের এ সম্পর্ককে মানবীয় রুপ দিতে জাহেদ-উর-রহমান এবং আইরিন সুলতানার উদ্যোগে হয়েছিলো ব্লগারদের আড্ডা। যার একটির নাম ছিলো “কৃষ্ণচূড়া আড্ডা”। শুধু আড্ডায় নয় নামেই যেটা হৃদয় ছুঁয়ে যায়……
দুই.- মানবতার ডাকে সাড়া দিয়ে আর্ত মানবতার সেবায় সুলতান মির্জার ডাকে ব্লগারেরা মানবিক সাহায্য নিয়ে ছুটে গিয়েছিলো চট্টগ্রামে। স্বরণকালের সবচেয়ে বেশি বৃষ্টিতে, পাহাড়ী ঢল, পাহাড় ধস ও সৃষ্ট বন্যার পানিতে নদী ভাঙ্গনে প্রাণ হারায় ১১৯ জন। এবং বহু পরিবার হারায় তাদের স্থাবর-অস্থাবর সম্পদ….ব্লগ পরিবার দাঁড়িয়েছিল সে সব অসহায় পরিবারের পাশে, তাদেরই একজন হয়ে……
তিন.- ব্লগের লেখাকে বইয়ে পরিনত করতে ম.সহিদের উদ্যোগে একুশে বইমেলা-২০১২ তে প্রকাশিত হয় ব্লগারদের লেখার সংকলন নগর নাব্য। যাত্রা শুরুর এক বছরের মাথায় এমন সফল সংকলন নিঃসন্দেহে অনেক বড় পাওয়া। যার ধারাবাহিকতা ঘটেছিলো একুশে বইমেলা-২০১৩’তেও। এরপর এক অনাকাংখিত ছন্দপতন!!! আশা করছি- একুশে বইমেলা-২০১৫’তে আবারো বেরোবে ব্লগারদের সংকলন…..
চার.- “মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত আর ব্লগারদের দৌড় কীবোর্ড পর্যন্ত” কথাটিকে ভুল প্রমান করে সাগর-রুনি হত্যার প্রতিবাদে আবু সুফিয়ানের উদ্যোগে ব্লগারেরা নেমেছিলো রাজপথে….।
পাঁচ.- বিডি ব্লগের ব্লগার আবু সুফিয়ান, অনুসন্ধানি প্রতিবেদনে ব্লগিংকে দেন নতুন মাত্রা এবং ২০১২’তে তিনি জার্মানির আন্তর্জাতিক প্রচার মাধ্যম ডয়চে ভেলের বেস্ট অব দ্য ব্লগস প্রতিযোগিতায়, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ক্যাটাগরিতে সেরা ব্লগারের পুরষ্কার পান….
ছয়.- আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় অর্জন যে মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ একি সাথে বেদনার ও গৌরবের। সে বেদনা আর গৌরবের দালিলিক প্রমান মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধের বেদনাময় গৌরবগাঁথা ইতিহাসের অংশ হতে মোহাম্মদ ইলিয়াছ চৌধূরীর উদ্যোগে নির্মানাধীন স্থায়ী মুক্তিযুদ্ধ জাদুঘরের দুটি স্বারক ইট কেনেন ব্লগারেরা।
সাত.- কসাই কাদের মোল্লার ফাঁসি না হওয়ায়, যখন ফুঁসে উঠেছিলো সারা দেশ, জন্ম হয়েছিলো শাহবাগে গনজাগরনের। তখন জিনিয়ার আহবানে নীলকন্ঠ জয় ও আইরিন সুলতানার তত্বাবধানে আলুব্দিবাসীর সাথে কন্ঠ মিলিয়েছিলো বিডিব্লগ পরিবার- ‘কসাই কাদেরের ফাঁসি চাই”
উদ্দোমী ব্লগার আর অনুকুল ব্লগ পরিবেশের কারনেই সম্ভব হয়েছিলো এসব আলোকিত অর্জন।
অভিনন্দন উদ্যোক্তা এবং সহায়তাকারী ব্লগারদের…..আমি গর্বিত আপনাদের সহযাত্রী হতে পেরে।
অভিনন্দন বিডিনিউজ24.কম ব্লগকে..আমি গর্বিত এখানে ব্লগিং করতে পেরে।
আমি আসা করছি- “আবার জমবে মেলা, বটতলা হাটখোলা”।
আবারও হবে ‘কৃষ্ণচূড়া বা কদম আড্ডা’, আবারও মানবিক ডাকে সাড়া দেবে ব্লগারেরা, বেড়োবে নগরনাব্যের সিক্যুয়াল….আবারও…আবারও….
তবে সেজন্য সকল বন্ধুদের ফিরে আসাটা জরুরী, জরুরী লেখনীর বাঁধনটা শক্ত করে বাঁধার…
নীলকন্ঠ জয় বলেছেনঃ
বিডি-পরিবারে অপেক্ষাকৃত নতুন সদস্য ছিলাম আমি। অথচ কতোখানি ভালোবাসা পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। বিডি-ব্লগ আমার ব্লগিং এ হাতে খড়ি করিয়েছে, আমাকে প্রাণের টানে আজো আটকে রেখেছে । অভিমান ছিলো কিন্তু প্রিয় কিছুর উপর অভিমান ক্ষণস্থায়ী হয়।
কিছুটা সময় লাগলেও প্রাণ ফিরে পাবে বিডি-ব্লগ। হয়তো সেই প্রাণ ফিরে পেতে আর কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। বিডি ব্লগের সুখে দুঃখে পাশেই আছি।
অসাধারণ একটি পোষ্ট, দারুণ স্মৃতিচারণ। আপনি প্রথম হয়েই থাকুন চীরকাল সবখানে সব আয়োজনে এই কামনা করি।
আসাদুজজেমান বলেছেনঃ
ধন্যবাদ @নীলকন্ঠ জয়,
আসলে বারবার এভাবে প্রথম হয়ে যাওয়াটা কাকতালিয়…হয়তো বিডি ব্লগের প্রতি নিয়তি নির্ধারিত ভালবাসা…হা..হা..
বিন্দুবিসর্গ বলেছেনঃ
তবে তাই হোক।চলুক আড্ডা। সবার সুস্থতা ও রাজসিক প্রত্যার্বতনের আশায় রইলাম্।জেমান ভাই আড্ডার স্থানটা একটু জানান দিয়েন। ধন্যবাদ বিডি ব্লগ কে।
আসাদুজজেমান বলেছেনঃ
ধন্যবাদ @বিন্দুবিসর্গ,
দূরে থাকলে হবে না! আড্ডার উদ্যোগ আপনিই বা নেবেন না কেনো?..হা..হা..
আইরিন সুলতানা বলেছেনঃ
কিছু সংখ্যক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এর প্রোফাইল থাকে তারা জীবনে কোন পরীক্ষাতেই প্রথম ব্যতিত দ্বিতীয় হয়নি! আপনি মেধাবী ব্লগার সন্দেহ নেই … 😀
এই লেখাটা দুপুরে পড়েছি … প্রথমে শিরোনাম দেখে ভেবেছি এটা বই মেলা নিয়ে হবে, যেহেতু লেখক আপনি তাই ধারনা করেছি তীর্যক হবে … কিন্তু লেখাটা পড়ে থতমত সেন্টিমেন্টাল হয়ে গেলাম!
এত খুঁটে খুঁটে তারাই মনে রাখে, যত্নে রাখে স্মৃতিতে, স্মৃতিচারণ করে যারা নাড়ীর টান অনুভব করতে পারে…
দারুণ একটা কমিউনিটি গড়ে উঠেছে এতগুলোর মানুষের হৃদ্যতার টানেই …
আসাদুজজেমান বলেছেনঃ
ধন্যবাদ @আইরিন সুলতানা,
প্রথম হওয়াটা আনন্দের, তবে এ রেসটা বেশ উপভোগ্য! সত্যি বলছি, কেউ যদি আমাকে পেছনে ফেলে, সেটাও আমার জন্য আনন্দেরই হবে…..
আর আমার লেখা মানেই কি তীর্যক?..হা..হা..
হ্যাঁ, সত্যি দারুণ একটা কমিউনিটি গড়ে উঠেছে এতগুলোর মানুষের হৃদ্যতার টানেই …
মজিবর বলেছেনঃ
ব্লগিং কি জানতাম না।
এখানেই আমার মন্তব্য পড়া শুরু করি। কিন্তু চলতে চলতে এমন ভাবে অনাত্বীয়ভাবে তারও বড় বন্ধন বলতে গেলে বন্ধুত্ব এমন জড়াবে জানতাম না। এখানে একটি এমন প্লাটফর্ম যেখানে সবাই সবার বলে আমি মনে করি।
এখানে এসে অনেক অনেক মনের খোরাক মেটে।
খুব ভালো লাগে।
ধন্যবাদ অবিরত আপনাকে।
আসাদুজজেমান বলেছেনঃ
ধন্যবাদ @মজিবর ভাই,
আগের বার আপনার সাথে আমার সম্পর্কটা তৈরী হয়নি! এবার নিশ্চই ভুল হবে না..হা..হা…
মজিবর বলেছেনঃ
আমি কিন্তু পাঠক ভাই। আর আপনাদের সঙ্গে মিলি আনন্দ করি এটাই আমার সোভাগ্য।
ধন্যবাদ ভাইয়া।
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
আসাদুজজেমান, আমরা এইখানে আশায় বুক বেঁধেছি … আবার জমবে মেলা … আশালতায় ফুল ফুটুক … ফল ফলুক … এই চাওয়া। অনেক শুভেচ্ছা।
আসাদুজজেমান বলেছেনঃ
ধন্যবাদ @শিরিন আপু,
আপনার চাওয়াতে হোক পূর্নতা- “আবার জমবে মেলা … আশালতায় ফুল ফুটুক … ফল ফলুক …
যহরত বলেছেনঃ
অদ্ভুত অনুভূতি ! বুড়িয়ে যাওয়া ঠেকাতে লেখাটি দারুণ কাজ করবে ব্লগারদের মাঝে। অনেক ধন্যবাদ জেমান।
শুভকামনা
আসাদুজজেমান বলেছেনঃ
ধন্যবাদ @যহরত ভাই,
আমি খুব লজ্জিত, তাড়াহুড়া করে লিখতে গিয়ে আপনার নামটা বাদ পরে গেছে….!!
তবে, আপনিও আছেন আমার মনে, হৃদয়ের বাঁধনে…
মোঃ তানভীর সাজেদিন নির্ঝর বলেছেনঃ
অবশ্যই আবার জমবে মেলা আমাদের এই ছোট্ট হাটখোলাতে।
প্রবাসী বলেছেনঃ
জেমন ভাই কেমন আছেন? আপনার মাধ্যমে প্রানপ্রিয় বিডিব্লগের বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালবাসা ও সালাম।
প্রিয় মুখগুলো আবারো দেখতে পেরে বেশ খুশি লাগছে। সকলের পোষ্টে অচিরেই মুখরিত হয়ে উঠবে প্রিয় বিডিব্লগের আংিনা এমনটাই প্রত্যাশা করছি।
হ্যাঁ “আবার জমবে মেলা”- এবারে বিডিব্লগের মেলা আরো প্রানবন্ত হবে নিশ্চই।