ফায়ারফক্স এড-অন এর ডাউনলোড সংখ্যা ৩ শ কোটি ছাড়িয়ে

আশিকুর_নূর
Published : 6 August 2012, 04:38 PM
Updated : 6 August 2012, 04:38 PM

জ্বি আপনি ভুল দেখেন নাই। ফায়ারফক্স, যেটি ওপেন সোর্স জগতের সবচেয়ে বিক্ষাত ইন্টারনেট ব্রাউসার তার এড-অন গুলো ডাউনলোড হয়েছে ৩শত কোটি বারের বেশি। যা পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক এবং ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা থেকে বেশি।

মোজিলা ২০০৪ সালে ডেস্কটপ কম্পিউটিং এ ফায়ারফক্স এড-অন গ্যালারীর মাধ্যমে প্রথম এড-অন সেবা নিয়ে আসে। তারপর ২০০৯ সালে তা মোবাইলেও নিয়ে আসে।

৮৫% ফায়ারফক্স ব্যবহারকারীরা অন্তত ১টি হলেও এড-অন ব্যবহার করে থাকেন। সবচেয়ে জনপ্রিয় এড-অন গুলো হল: AdBlock Plus, Firebug, NoScript, Personas Plus and Video DownloadHelper । সবচেয়ে জনপ্রিয় এড-অন ক্যাটাগরির মধ্যে privacy and security, search tools, bookmarks and themes অন্যতম।