বারক্যাম্প ২০১১ – তথ্যপ্রযুক্তি’র বাংলাদেশ

আশিকুর_নূর
Published : 7 Dec 2011, 05:09 PM
Updated : 7 Dec 2011, 05:09 PM

"বারক্যাম্প"। বারক্যাম্প আসলে কি? তা বাংলায় বিস্তারিত জানতে দেখুন। মূলত এটি একটি আন্তর্জাতিক আয়োজন। আমাদের দেশে আজ অবদি এই আয়োজন আয়োজিত হয়নি। বিগত ২রা ডিসেম্বর তারিখে e-ASia তে বারক্যাম্প নিয়ে আমরা কিছু মুক্তপ্রযুক্তিপ্রেমী নিজেদের মধ্যে আলোচনা করি। সেই অনুযায়ী আমরা "বারক্যাম্প বাংলাদেশ পরিষদ" গঠন করি এবং আমাদের সবার সম্মিলিত উদ্যোগেই আসন্ন ১১ ও ১২ই ডিসেম্বর ২০১১ ইং, রোজ রবি ও সোমবার বাংলাদেশে প্রথমবারের মতন আয়োজিত হতে যাচ্ছে "বারক্যাম্প"। আপনাদের একান্ত সহযোগীতা ও অংশগ্রহনে এ আয়োজন সার্বিক সাফল্য পাবে এই কামনায় আপনাদের সবাইকে এই আয়োজনে যোগ দিতে আমন্ত্রন জানাচ্ছি।

আয়োজনের বিস্তারিত
আয়োজনের শিরোনাম : "বারক্যাম্প – ২০১১, তথ্যপ্রযুক্তি'র বাংলাদেশ"
তারিখ: ১১ইং থেকো ১২ইং ডিসেম্বর ২০১১।
স্থান: ফ্রেপড (FREPD) মিলনায়তন, পলাশী, ঢাকা।
আয়োজনের সময়সূচী : প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা অবদি।
নিবন্ধন ফি: ২৫০ টাকা।

আমাদের ফেসবুক পেজ: http://www.facebook.com/BarCampBD
identi.ca তে: http://identi.ca/bdbarcamp
টুইটার:@BarCampBD

আয়োজনটি উন্মুক্ত হলেও অংশগ্রহনকারীদের জন্য আইডি ও বিভিন্ন আয়োজন চুড়ান্ত করতে অগ্রীম নাম নিবন্ধন করা জরুরী। আর তাই আয়োজকদেরকে সহযোগীতা করতে অনুগ্রহ করে এখানে আপনার তথ্য দিন।

সকলের চেনার সুবিদার্থে
http://g.co/maps/5aw8n