উবুন্টু ব্যবহারকারীদের আড্ডা এবং আলোচনা- ৩০ ডিসেম্বর ২০১১

আশিকুর_নূর
Published : 14 Dec 2011, 02:23 PM
Updated : 14 Dec 2011, 02:23 PM

বর্তমানে বাংলাদেশে উবুন্টু ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাদের অনেকেই অনেক কে চিনে না। আর এই সকল নতুন ব্যবহাকরীগন অনেকেই নানাবিধ সমস্যার সম্মুখিন হন। কিন্তু অনেকেই জানে না কিভাবে বা কোথায় সমস্যা নিয়ে আলোচনা করা হয়। যার ফলে অনেকেই চালানোর আগ্রহ হারিয়ে ফেলে। তাই নতুন ব্যবহারকারীদের জন্য এবং কিছু উৎসুক জনতার জন্য আগামী ৩০শে ডিসেম্বর ২০১১ ইং রোজ শুক্রবার আলোচনার ব্যবস্থা করেছি। আশা করি আপনারা সকলেই উপস্থিত থাকবেন, এতে করে আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করার কিছু ভালো উপায় যানতে পারবেন, আর পুরাতন রা নতুনদের সাহায্য করতে পারবে। এতে করে দেশে উবুন্টু নিয়ে আরো মানুষ সচেতন হবে আশা করা যাচ্ছে।

আয়োজনের বিস্তারিত:

তারিখ: ৩০শে ডিসেম্বর ২০১১ ইং, শুক্রবার
স্থান: রুম নাম্বার ১০২, IER, ঢাকা বিশ্ব বিদ্যালয়
সময়: দুপুর ২:৩০ হতে বিকাল ৫:০০ টা

আলোচনায় যা যা থাকতে পারে:

ফ্রি সফটওয়্যার কি?
কেন ফ্রি সফটওয়্যার ব্যবহার করব?
অপারেটিং সিস্টেম এবং লিনাক্স ডিস্ট্রো হিসাবে উবুন্টু কেন?
মেইলিং লিস্ট কি, কেন, কিভাবে ব্যবহার করতে হয়? উবুন্টু বিডি মেইলিং লিস্ট এবং উবুন্টু ইউসারস মেইলিং লিস্ট নিয়ে কিছু কথা।
IRC কি, কেন, কিভাবে ব্যবহার করতে হয়? কিছু IRC চ্যানেলের তালিকা।
কেন ফোরাম, কি সুবিধা?

আপনাদের কারও কোন পরামর্শ থাকলে জানান। সকলের পরামর্শ পেলে খুশি হব। আশা করি সকলেই অংগ্রহন করবেন। বছরের শেষ দিন করার ইচ্ছা ছিলো, কিন্তু খোলাবার থাকায় অনেকেই হয়ত আসতো না, তাই বন্ধের দিন দেওয়া।

আপনি অংশগ্রহন করতে চাইলে এখানে নিবন্ধন করুন।