আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গুগল ডুডল, সাথে আছেন কি?

আশিকুর_নূর
Published : 25 Dec 2011, 09:58 AM
Updated : 25 Dec 2011, 09:58 AM

পৃথিবীতে এমন কোন জাতি কি আছে যারা ভাষার জন্যে দিয়েছে প্রান ? আছে,নাম তার বাংলাদেশ । বিশ্বের বুকে এক খন্ড দেশ , কত ছোট তবুও আছে তার কতইনা সমৃদ্ধ
ইতিহাস । আছে তার গর্ব করার মত এক ভাষা নাম তার বাংলা, আছে অনেক কষ্টে অর্জিত স্বাধীনতা । তাই মাতৃভাষা দিবসে আরও একবার জানিয়ে দিতে চাই সারা বিশ্বকে বাংলা
আছে, বাংলাদেশ আছে যারা ভাষার জন্যে দিয়েছিল প্রান ।

বি:দ্র :- বিজয় উপলক্ষেও আমরা এমন একটা ইভেন্ট করেছিলাম কিন্তু সেটা মাত্র একদিন আগে তাই হয়তো সফল হইনি কিন্তু এবার তাই ২ মাস আগেই এই ইভেন্ট শুরু করলাম আশা করি বাংলাদেশে ১.৭ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারি সবাই মেইল করবেন ।

যেভাবে মেইলটি করতে হবে :

নিচের ছোট্র মেইলটি গুগল এর কাছে পাঠিয়ে দিন অথবা নিজের মতো কাস্টমাইজ করে দু'চারটা লাইন যোগ করে দিতে পারেন | মেইলটুকু লিখে পাঠিয়ে দিন proposals@google.com এই ঠিকানায় |

To
Google Doodle Team

Subject: Request Google Doodle for 21 February – International Mother
Language Day.

Dear Sir / Madam,

Please give a Doodle for 21 February – International Mother Language Day.

Thanks
Your Name

চেষ্টা করতে দোষ কি ….. দেখা যাক কি হয় |

Mobile থেকে Share করুন : http://on.fb.me/vqP3dP

" Invite Friends " অপশন থেকে অবশ্যই আপনার বন্ধুদেরকে ইভেন্টটি শেয়ার করতে ভুলবেন না । ২১'র প্রথম প্রহরে যখন দেখবেন Google এর চেহারা বদলে আমার দেশের
শহীদ মিনার,তখন কেমন গর্বে আপনার বুকটা ভরে যাবে একবার ভেবে দেখেছেন কি ?

উৎসর্গ : সকল শহীদদের যারা ভাষার জন্যে দিয়েছিল প্রান ।