লিনাক্স ইন্সটল উৎসব ২০১২

আশিকুর_নূর
Published : 15 March 2012, 09:57 AM
Updated : 15 March 2012, 09:57 AM

আপনি লিনাক্সের নাম শুনতে শুনতে ত্যক্ত, কিন্তু এখন আপনার মুল্যবান পিসিতে তা ইন্সটল করে দেখেন নাই অথবা কোন বন্ধু বান্ধব বা যে কোন উপায়ে লিনাক্স চালিয়ে আপনি মজা পেয়েছেন, কিন্তু ইনস্টল করেন নাই, করতে পারছেন না বা ভয় পাচ্ছেন কি হয়ে যায় বলে, অথবা লিনাক্স এর খালি নামই শুনেছেন কিন্তু কোন দিন দেখেন নাই।

হ্যাঁ আপনাকেই বলছি

আপনার জন্য FOSS Bangladesh আয়োজন করতে যাচ্ছে লিনাক্স ইনস্টলেশন ফেস্ট ২০১২। যেখানে আপনার পছন্দ মতন লিনাক্স ডিস্ট্রো আপনার নেটবুক, নোটবুক, ডেস্কটপ এ ইনস্টল করিয়ে নিতে পারবেন।

আরও থাকবে আপনার পছন্দের লিনাক্স ডিস্ট্রো আপনার পছন্দের মিডিয়াতে নেওয়ার সুযোগ। থাকবে সাপোর্ট বুথ, আপনার কোন সমস্যা থাকলে আমরা তা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আয়োজনের বিস্তারিত

তারিখ: ১৮ই মার্চ ২০১২, রবিবার
স্থান: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ধানমন্ডি, ঢাকা
সময়: সকাল ১০:০০ টা হতে বিকাল ৬:০০ টা

বিঃদ্রঃ আপনি যদি লিনাক্স ব্যবহারকারী হয়ে থাকেন তাহলেও আমন্ত্রিত। আপনাদের সাথে পেলে আমাদের আয়োজন আরো ভালো হবে ইনশাআল্লাহ।

আপনি সবান্ধব এবং সপরিবারে আমন্ত্রিত।

আপনি আয়োজনে অংশগ্রহন করতে চাইলে এখানে আপনার তথ্য দিয়ে আমাদের সাহায্য করুন।
দেখা হবে আপনাদের সাথে।