লিনাক্স মিন্ট ১৩ (মায়া) প্রকাশনা উৎসব

আশিকুর_নূর
Published : 3 June 2012, 05:27 AM
Updated : 3 June 2012, 05:27 AM

জিএনইউ/লিনাক্স ডিস্ট্রোগুলোর মধ্যে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় "লিনাক্স মিন্ট"। বিগত ২৩শে মে ২০১২ইং শনিবার রাত্রে লিনাক্স মিন্টের ১৩ তম সংস্করন "মায়া" প্রকাশিত হয়েছে। এবারই প্রথম লিনাক্স মিন্টের মূল সংস্করনে দুইটি ভিন্নভিন্ন দৃশ্যপট ব্যবস্থাপনা সহকারে দুইটি পৃথক আইএসও প্রকাশ করেছে লিনাক্স মিন্ট পরিবার। আমরা, বাংলাদেশের লিনাক্স মিন্ট পরিবার বাংলাদেশের সকল জিএনইউ/লিনাক্স প্রেমীদের সাথে নিয়ে, লিনাক্স মিন্ট ১৩ "মায়া" এর প্রকাশনা উদযাপন করতে যাচ্ছি আসন্ন ৮ই জুন ২০১২ ইং রোজ শুক্রবার।

আয়োজনের সূচী
স্থান: ৮ই জুন ২০১২ ইং, রোজ শুক্রবার।
সময়: বিকাল ৪:০০ থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট।
স্থান: ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়।

আয়োজনে থাকছে
# লিনাক্স মিন্ট বিষয়ে আলোচনা
# লিনাক্স মিন্ট "মায়া"র নতুন বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা।
# বাংলাদেশে এঁর ব্যবহারকারীদের সাথে আড্ডা ও পরামর্শ সেবা।
# নতুন ব্যবহারকারী/আগ্রহীদের জন্য বিনামুল্যে ইন্সটল করে নেবার ব্যবস্থা।
# লিনাক্স মিন্ট ১৩ "মায়া"র আইএসও পেনড্রাইভে/ডিভিডি তে সংগ্রহের ব্যবস্থা


আয়োজনে: লিনাক্স মিন্ট বাংলাদেশ
সার্বিক সহযোগীতায়: ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রয়োজনে:
ইমরান তুষার মুঠোফোন: +৮৮০১৬৮২৬৯৭৬৯০
শরীফ আহম্মেদ মল্লিক মুঠোফোন: +৮৮০১৯২২৮০২৭২৪
আশিকুর রহমান নূর (আশিকুর_নূর) মুঠোফোন: +৮৮০১১৯৯১৫১৫৫০, +৮৮০১৬১১১৫১৫৫০