যানজট নিয়ে একজন অর্বাচীন নগর পরিকল্পনাবিদের ভাবনাঃ পর্ব-৩

আসাদুজ্জামান প্যারিস
Published : 10 Sept 2015, 05:46 PM
Updated : 10 Sept 2015, 05:46 PM

এবার সমাধানযাত্রা?

আমি আগেই বলেছি- যানজট সমাধানযোগ্য একটা সমস্যা। সমাধানের লক্ষ্যে আগে এ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে চাইতে হবে। যোগ্য সেট-আপ তৈরি করতে হবে। এক্সপার্ট দিয়ে প্ল্যান করাতে হবে। তারপরে গুরুত্ব (সবচেয়ে) দিয়ে সেটাকে এক্সিকিউট করতে হবে।এক্সিকিউট না করলে সেই পরিকল্পনা করে কোন লাভ নাই।সারা দুনিয়াতে ট্রাফিক ভলিউম কমানোর জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে; আমাদের নতুন করে কিছু আবিষ্কার করতে হবে না- শুধু ইমপ্লিমেন্ট করতে হবে (পৃথিবীতে বিভিন্ন জায়গায় এযাবতকালের নেয়া বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে চতুর্থ পর্ব লিখবো)।ঢাকায় কোনটা ভালো কাজ করবে, কীভাবে কাজ করাতে হবে সেগুলো সম্পর্কে বলার জন্য অনেক বিশেষজ্ঞ আছে। শুধু তাদের ডেকে আনতে হবে। আমাদের নেতাদের আর তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর সব আছে, শুধু ডেকে আনার এই ইচ্ছাটা-ই নাই। আর, আমাদের শুধু ইচ্ছাটাই আছে আর কিছুই নাই। তাই আমি সবকিছু ছেড়েছুড়ে বসে আছি "সর্বনাশের আশায়"- কবে যে আমার নেতা আমার মত হবেন!

শেষ কথাঃ

প্রচলিত ২ টা ভূল ধারনা সম্পর্কে আমার বক্তব্য লিখে আমার লেখা শেষ করবো।

১. আমাদের অনেকের ভেতর অযান্ত্রিক যানবাহন নিয়ে এক ধরনের অ্যালার্জি আছে (এই অ্যালার্জি বিশ্ব ব্যাংক, এডিবি-র ও আছে)।এরা গতির ধুয়া তুলে মূল সড়কে (শহরের আর্টারীগুলোতে) অযান্ত্রিক যানবাহন নিষিদ্ধ করতে চায় ।বেশিরভাগ জায়গায় তারা সফলও হয়েছে; এখন প্রগতি স্মরনীতে এটা নিষিদ্ধ করে দিতে পারলেই কেল্লা ফতে।এতে কার কতটুকু লাভ হয়েছে সেটা বোঝার চেষ্টা করা জরুরী।শহরের ভিতরে ৬০/৮০কি.মি.বেগে গড়ি চলার কথা না।এখানে অল্প গতিতে-ই গাড়ী চলার কথা।একটা রিক্সার গড় গতি কত? বোঝানোর জন্য বলছি- একটা মানুষ গড়ে ৪-৬ কিমি. বেগে হাঁটে (ঘন্টায়)।সে হিসাবে রিক্সার গড় গতি ১২-১৫ এর মাঝে হওয়ার কথা।

লন্ডন শহরে গাড়ীর গড় গতি ১৯ কিমি/ঘন্টা, বার্লিনে ২৪ কিমি/ঘন্টা।সারা দুনিয়ার পাবলিক ট্রান্সপোর্টের গতির একটা গড় হিসাব দেখিঃ

আমেরিকা- ২৭.৪

অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড- ৩২.৭

কানাডা- ২৫.১

পশ্চিম ইউরোপ- ২৫.৭

উচ্চ আয়ের এশিয়া- ৩৩.২

মধ্য আয়ের এশিয়া- ১৬.৪ (তাইপে, সিউল, ব্যাংকক, কুয়ালালামপুর)

নিন্ম আয়ের এশিয়া- ১৬.৬ (গুয়াংজু, সাংহাই, ম্যানিলা, জাকার্তা, বেইজিং, মুম্বাই, চেন্নাই, হোচিমিন সিটি)

অন্যান্য মধ্য আয়ের শহর- ২৪.৮

অন্যান্য নিন্ম আয়ের শহর- ২১.১

আমাদের রিকশা মধ্য আয়ের যে চারটা এশিয়ান শহরের গাড়ীর গড় গতি দেখছি, সেগুলোর একেবারেই কাছাকাছি।তাহলে মূল সড়কে রিক্সা বন্ধ করা কেন? আলাদা লেন করে দিলেই তো হয়।আর, আমাদের ট্রিপগুলো বেশিরভাগ-ই ছোট ছোট।এই দূরত্ব রিকশায় সহজেই যাওয়া যায়।আমরা যে গিট্টুটা দেখি, সেটা কী অযান্ত্রিক যানের জন্য লাগছে? আমাদের রাস্তা পটহোলে ভর্তি থাকবে, রাস্তায় মানুষ হাটবে, লেফট লেন গাড়ী পার্ক করে বন্ধ করে রাখবো, আর দোষ অযান্ত্রিক যান বাহনের? একটু ভাবার অবকাশ আছে। পরিবেশ, স্যাস্থ্য, পেট্রল কেনার বৈদেশিক মুদ্রা ইত্যাদির কথা তো ছেড়েই দিলাম।

২. জন গ্লেন ওয়্যারড্রপ নামে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন বিখ্যাত ট্রান্সপোর্ট এনালিষ্ট ছিলেন। গেম থিওরীর সাথে সাদৃশ্যপূর্নতাঁর দুইটা অনুসিদ্ধান্ত (সুত্র) আছে।এগুলো হচ্ছেঃ

  • The journey times in all routes actually used are equal and less than those which would be experienced by a single vehicle on any unused route
  • At equilibrium the average journey time is minimum

আমাদের অনেক বিশেষ-অজ্ঞ আমাদের মাঝে মাঝে বলতে চান, শহরের ভেতর রেল ক্রসিং থাকা ঠিক না।এরা পরিকল্পনা কোন পর্যায়ে বোঝেন, সেটা নিয়ে আমার সন্দেহ আছে।ফুলবাড়ীয়া থেকে রেল স্টেশন কমলাপুরে স্থানান্তর একটা ঐতিহাসিক ভুল।এই ভুলের মাশুল আমরা এখন দিচ্ছি।এখন ক্রসিং এর ধুয়া তুলে কমলাপুর থেকে স্টেশন তারা আরো বাইরে নিতে চান।এরা এই স্টেশনকমলাপুরথেকেঠেলতে ঠেলতে টঙ্গী-গাজীপুর-টাঙ্গাইল পার করেএকসময় ময়মনসিংহে নিয়ে যেতে চাইতে পারেন।এদের জন্য প্রথমসুত্র।এই সুত্র বলছে সিস্টেমের ভেতরে কোনদিন আমি লাভবান হচ্ছি (রাস্তায় কম সময় লাগছে), সেদিন আমার কোন ভাই-বেরাদর/বন্ধু ক্ষতিগ্রস্থ হচ্ছে (রাস্তায় বেশী সময় লাগছে)।আর যেদিন আমি ক্ষতিগ্রস্থ হচ্ছি, সেদিন আমার কোন ভাই-বেরাদর/বন্ধু লাভবান হচ্ছে।

আমরা ট্রেনে করে যাদের কমলাপুর থকে বিভিন্ন ডিরেকশনে যেতে দেখছি, স্টেশন ঢাকার বাইরে সরিয়ে নিলে তারা কী খুলনা-চট্টগ্রাম-রাজশাহী-রংপুরে যাওয়া বন্ধ করে দেবে? না। তারা তখন বর্তমানে এভেইলেবল রাস্তা দিয়ে ঢাকার বাইরের স্টেশনে যাবে। তাতে কতটুকু লাভ, কতটুকু ক্ষতি-সেটা বুঝতে হবে (ইনকনভ্যানিয়েন্সের কথা বাদ-ই দিলাম; একটা/একাধিক পোটলা-পুটলি নিয়ে ট্রাভেল করার হ্যাপা ভুক্তভোগীমাত্রই জানেন- আমি ধরে নিচ্ছি বেশীরভাগ লোকের গাড়ী নেই বা এফোর্ড করতে পারবে না)।

লেখা অনেক বড় হয়ে গেছে, আজকে এগুলোর বিস্তারিত ব্যাখ্যায় আর গেলাম না, অন্য কোনদিন এগুলো নিয়ে লিখবো।

সকলকে ধন্যবাদ।