আচ্ছা আপনি বাবলগাম বা ক্লোভার অথবা মোস এই ধরণের রঙের নাম কি শুনেছেন? খুব সম্ভবত না। আশ্চর্য হলেও সত্যি যে আপনি না শুনলেও আপনার সহধর্মিনী অথবা বেশির ভাগ মেয়েরা এই সব রঙের সাথে বেশ ভালো ভাবে পরিচিত। যেখানে আপনি সর্বোচ্চ ছয় থেকে সাতটি রঙের নাম বলতে পারবেন সেখানে একজন নারী প্রায় ত্রিশটির উপরে রঙের নাম বলতে পারবেন। বিজ্ঞানীদের মতে নারীদের এই অসাধারণ ক্ষমতা তাদের চোখের আলাদা গড়ণের আইরিশের জন্য। ক্ষমতা না অক্ষমতা সেটা বলা মুশকিল হলেও আপনার আর আপনার স্ত্রীর রঙ নিয়ে মতভেদের কারণ অবশ্যই এটা। অন্তত এটা নিশ্চিত করে বলা যায়।
আমাদের চারপাশের নানা ধরনের রঙ আর ব্যবহার নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না। করার খুব একটা কারণও যে আছে ঠিক তা না। তবে ভাবতে পারেন। আসুন দেখি আশেপাশের এই রঙিন দুনিয়াতে আপনি কিভাবে নিজেকে জড়িয়ে ফেলেছেন।
কর্পোরেট ব্র্যান্ডিং বা প্রচার এর ক্ষেত্রে রঙ একটা বিশাল ব্যাপার। আপনি যখন রাস্তায় হাটতে হাটতে দূরে কোন একটা বিলবোর্ডে নীল রঙের একটা ফুলের পাপড়ি দেখেন বুঝতে পারেন এটা গ্রামীণফোন। আপনাকে এই সামান্য বোঝানোর জন্য গ্রামীণফোনকে কি পরিমাণ ব্র্যান্ড মার্কেটিং এ পয়সা ঢালতে হয়েছে তা যদি একবার জানতেন! এটা শুধু গ্রামীণফোনের ক্ষেত্রে নয় আপনি যখন কমলা রঙ দেখেন ভাবতে থাকেন বাংলালিংক বা কটকটে লাল মানে রবি। আসলে আপনার মনে রঙের খেলাটা আপনাকে বলে দেয় কোনটা কোন ব্র্যান্ড। এইবার একবার আপনার চারপাশে তাকিয়ে দেখুনতো। দেখবেন প্রায় সবকটি রং কোন না কোন ব্র্যান্ড দখল করে রেখেছে। আপনি কখনোই কমলা বা লাল রঙের কিছু দেখবেন না গ্রামীনফোনের কোন প্রচার মাধ্যমে। ঠিক তেমনটি অন্যদের ক্ষেত্রেও। এর মানে এরা নিজেদের মধ্যে রঙ নিয়ে এক অন্যরকম যুদ্ধে মেতে আছে। আর কর্পোরেট ভাষায় এর নাম কালার ব্র্যান্ডিং।
আপনি আরো আশ্চর্য হবেন এই জেনে যে আপনার মনের ভাব পর্যন্ত এই রঙ বদলে দিতে পারে। বিশ্বাস হচ্ছে না? পিঙ্ক রঙটা যখন আপনি কল্পনা করেন তখন প্রথম আপনার মনে কি ভেসে উঠে? বেশির ভাগ ক্ষেত্রে নারী বিষয়ক কিছু একটা। আপনি খুব কম পুরুষ মানুষকে দেখবেন পিঙ্ক রঙের শার্ট পড়তে। তবে ব্যাতিক্রম যে নেই তা নয়। তবে সেই বাতিক্রমের ভিন্ন কারণ থাকতে পারে। আপনি যখন সবুজ রঙের কিছু দেখেন ভেবে নেন পরিবেশের কথা বা কেমন যেন সফল একটা ব্যাপার আপনার মনের মাঝে কাজ করে। হালকা নীল রঙের কিছু দেখলেই আপনি বিশ্বাস করতে শুরু করেন। লাল রঙের যে কোন কিছুকে রক্তের নাম দিয়ে দেন। কি আশ্চর্য ভাবে আমরা আমাদের পতাকার দুটি রঙকে দুই রকম মানে করে দিলাম। সবুজকে বাংলাদেশ আর লালকে সূর্য বা শক্তির প্রতীক। এখন বলুন আপনি কোনোভাবে সবুজ রঙকে কি শক্তির প্রতীক ভাবতে পারবেন? তাহলে বুঝতেই পারছেন প্রত্যেকটা রঙ আলাদাভাবে আপনার মাথার ভেতর আলাদা সংজ্ঞা তৈরী করে রেখেছে।
আমি জানি না ঠিক কি কারণে শান্তির রঙ সাদা। কোন ভাবেই শান্তির প্রতীক কালো বা অন্য কোন রঙের হবে এটা আশা করা মুশকিল। যেখানে খুব ছোটবেলা থেকেই আপনাকে সাদা বা শুভ্র সাদা মানে পরিষ্কার বা পরিচ্ছন্ন শিখানো হয়েছে সেখানে আপনাকে যদি কালো রঙের ভাত পরিবেশন করা হয় তবে আপনি তা খুব সম্ভবত ভালোভাবে নেবেন না। আমাদের বেশির ভাগ খাবার- দাবারই কালো রঙটা এড়িয়ে চলে। শুধুমাত্র রঙের কারণে অনেক বড় বড় কোম্পানি এখনো টিকে আছে। একটা গবেষণায় দেখা যায় পুরুষ আর মহিলাদের পছন্দের রঙের তালিকায় হালকা নীল রঙ বেশ জনপ্রিয়। আর ঠিক এই কারণেই আপনি অনেক ক্ষেত্রে কোন কিছু বিবেচনা না করেই এই রঙের যে কোন পণ্যের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।
যেহেতু আমি আগেই বলেছি চোখের আইরিশের পার্থককের কারণে আমাদের রঙ নিয়ে এই মতভেদ। আরো মজার ব্যাপার হচ্ছে আমাদের নিজেদের শরীরের রঙের পার্থক্য আমাদের নিজেদের পছন্দ অপছন্দ নির্ধারণ করে। বিশ্বাস হচ্ছে না। আসুন তাহলে জানি কিভাবে?
আমাদের শরীরের রঙের কারণ মেলানিন নামের একজাতীয় পদার্থ যা আমাদের চামড়ার নিচে থাকে। এই মেলানিনের কারণেই আমরা কেউ ফর্সা কেউবা শ্যামলা। আপনি খেয়াল করলে দেখবেন শ্যামলা বা শ্যাম বর্ণের মানুষজন বেশীর ভাগ ক্ষেত্রে কটকটে রঙের জিনিস পত্র বা কাপড় চোপড় পছন্দ করে। আর যাদের ত্বক তুলনামূলক ফর্সা তারা প্রায়ই হালকা রঙের জিনিস পত্র পছন্দ করে থাকে। এর কারণ ত্বকের মেলানিনের পার্থক্যের কারণে রঙ চেনার ধরনও ভিন্ন আমাদের মাঝে। আপনি যেটা নীল ভাবছেন অন্য কেউ সেটাকে নীল নাও ভাবতে পারে। আর তার পছন্দের নীল আপনার কাছে পুরোপুরি নীল নাও হতে পারে।
রাজনীতির মাঠেও রঙের তুলি সমানে চলে। পৃথিবীর বেশির ভাগ রাজনৈতিক দলের রঙ নীল আর লালের মধ্যে সীমাবদ্ধ। নীল সাধারণত ডেমোক্র্যাট বা লিবারেল জাতীয় দলের রঙ আর কনজারভেটিভ বা কট্টরপন্থী দলের রঙ লাল। আপনি বাইরের দেশ গুলোতে গ্রীন পার্টি বা সবুজ রঙের কোন দল দেখবেন না বা দেখলেও এরা সফল কোন দল হয়ে উঠতে পারেনি। এবং এটা শুধুমাত্র রঙের কারণে। কারণ সবুজ রঙ পরিবেশবাদীদের রঙ হতে পারে কিন্তু বিশ্বাস এর রঙ হয়তো নীল। একটা জিনিস কি লক্ষ্য করেছেন? ক্ষমতাসীন আওয়ামীলীগের পরিচিত মুজিব কোটের রঙ ইদানিং হালকা নীল হয়ে যাচ্ছে! প্রধানমন্ত্রী পুত্র থেকে শুরু করে অনেক মন্ত্রী আমলারা এখন হালকা নীল রঙের মুজিব কোট পড়েন। দেখতে ভালোই লাগে। অন্তত কালো রঙের চেয়ে ভালো।
এবার আসুন একটা বাস্তব নিরীক্ষা করি। আপনার টিভিতে আপনি যেকোন একটা রঙ কমিয়ে দিন। ধরুন নীল রঙটা বেশ খানিকটা কমিয়ে দিলেন। এরপর কাওকে না বলে অপেক্ষা করুন। দেখবেন আপনার স্ত্রী বা কন্যা খুব সহজে এই পার্থক্য ধরে ফেলবে। আপনি বা আপনার ছেলে কেউই কিন্তু খুব বেশি পার্থক্য টের পাবেন না। এটা আপনার বা আমার দোষ না। আমরা সবাই এভাবেই তৈরী। আমাদের চোখের রেটিনার গড়ণের কারণে এমনটা হয়। যেমন ধরুন পুরুষদের চোখের রেটিনা বা আইরিশ এমন ভাবে তৈরী যাতে দূরের খুব দ্রুত কোন কিছু সহজে দেখতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে যা কাছের খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি কোন কিছু দেখার মতো বিষয়। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আপনার স্ত্রী আপনার ছোট খাটো ভুল গুলো খুব সহজে বের করে ফেলতে পারে। আর আপনি কেন অনেক দূরের জিনিস অনেকটা না দেখেও আন্দাজ করে ফেলতে পারেন? আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে পারলে বোঝাতেও পারবেন। জীবনটা অনেক সহজ হবে হয়তো এতে।
আশেপাশের রঙকে অবজ্ঞা করার কোন কারণ নেই। কারণ এখন আপনি জানেন এই রঙের কারণেই আপনার দিনের বেশির ভাগ সিদ্ধান্ত হয়ে থাকে। মনোবিজ্ঞানীদের মতে আপনার শোবার ঘরের রঙ যদি কটকটে লাল হয় আর আপনি যদি বেশির ভাগ সময় এই ঘরে কাটান আপনার মস্তিস্ক বিকৃতির সম্ভাবনা প্রায় নিশ্চিত। তাই বদলে ফেলুন নিজের চারপাশের রঙ। অন্তত বাসার দেয়ালের রঙটা তো নিজের মতো করে বদলাতে পারেন। ঘুম থেকে উঠে নিজের মনের মতো একটা রঙ দেখলে দিনটা আপনার ভালোই যাবে। চলুন বদলে ফেলি চারপাশে রঙ। নিজের মতো করে।
রেফারেন্স, ছবি ও প্রয়োজনীয় লিংক সমূহ-
https://www.helpscout.net/blog/psychology-of-color/
নুর ইসলাম রফিক বলেছেনঃ
আমার কোন রংটা প্রিয় আমি ঠিক জানিনা।
কিন্তু আমার কালো রঙের প্রতি খুব টান।
যেমন আমার জুতা সর্বদা কালো হয়। পেন্টের বেল্ট কালো। মোবাইল স্কিন কালো।পিসির স্কিন কালো। সব প্রোফাইল পিকচার কালো। আমার বক্তিগত ব্লগ পুরাটাই কালো। এবং কি লগোটাও কালো। আমার সব কিছুর বেকগ্রাউন কালো ভাল লাগে। আমার এই কালোর প্রতি ঠান দেখেই আমার নিজের মনে হয় আমার প্রিয় রঙ বুঝি কালো। কালো নিশ্চই শুভ রঙ নয়। এখন দয়া করে বলুন আমার কি করা উচিত অনুচিত?
যদিও আপনি যদি বলেন আপনি কালো রঙ ত্যাক করুন। এমন সিদ্ধান্ত আমার পক্ষে নেওয়া সম্ভব নয়।
কালো প্রতি আমার এতো টান শুরু হয় আমার জীবনের একটা সময় জীবন যুদ্ধে হেরে যাওয়ার পর থেকে। এখন আমার জীবনটাই আমার মনে হয় কালো। আমার প্রিয় ক্ষন গভির রাত। এই ক্ষনটাই আমি আমার নিজের মতো করে কাটাই। আমার একা থাকতে ভাল লাগে। গভির আধার রাতটা এখন আমার সব চেয়ে প্রিয় সম্পদ বলে মনে হয়।
কিন্তু আজ থেকে ছয় বছর আগে আমার এমন ছিলনা। তখন আমার সাদার প্রতি খুব ঠান ছিল। তখন আমি সব কিছুতে সাদা রঙ ব্যাবহার করতাম। তখন আমার প্রিয় রঙ ছিল সাদা আমি জানতাম। তখন আমি একা থাকা বিষাদ মনে করতাম। আজ থেকে ছয় বছর আগে আমার জীবনে একটা বিরাট ঝড় বয়ে যায়। তারপর থেকে আমার এমন পরিবর্তন। জি সেটা প্রণয় ঘটিত বেপার ছিল। আরো অনেক কিছু বলতে ইচ্ছে করছে। কিন্তু মোবাইল দ্বারা বিরক্ত লাগছে। আশা করি সমাধান মূলক কিছু বলার জন্য এটুকুই যতেষ্ট হবে। খুব আগ্রহী হয়ে রইলাম আপনার প্রতি উত্তরের।
আশরাফুল আলম বলেছেনঃ
রফিক ভাই , ধরুন আপনার শোবার ঘরের জানালার পাশে কাঁচের একটা ফুলদানি আছে / একদিন সকালে ঘুম থেকে উঠে হটাৎ করে আপনার চোখ পড়লো ফুলদানিটার উপর / সকালে সূর্যের কিরণের বিকিরণে কাঁচের ফুলদানিটাকে আপনার কাছে অদ্ভুত মনে হলো / আপনি প্রেমে পরে গেলেন ফুলদানিটার / প্রতিদিন নানান রঙের ফুল কিনে আপনি ফুলদানীটাতে রাখেন আর ভাবতে থাকেন কি অসাধারণ ধারণ ক্ষমতা এই ফুলদানিটার / যে কোন ফুলের সাথেই মানিয়ে নিতে পারে /
একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন ফুলদানিটা টুকরো টুকরো অবস্থায় মেঝেতে পরে আছে / আপনার চোখ দিয়ে পানি বয়ে আসলো / এরপর থেকে আপনি সব সময় আপনার জানালার পর্দা নামিয়ে রাখেন / আপনার অন্ধকার ভালো লাগতে শুরু করে / সব কিছু কালো হয়ে যায় আপনার জীবনে /
নিউইয়র্কে প্রাকটিক্যাল ফিলোসফি বলে একটা সেমিনার হয় প্রতি সপ্তাহে / আমি একবার এই খানে গিয়েছিলাম / এরা এদের জাগতিক সমস্যা গুলোকে দর্শন বা ফিলোসফি দিয়ে সমাধান করে / আশ্চর্য ভাবে আমি দেখলাম এটা আসলেই কাজ করে /
এবার আসি আপনার ফুলদানির গল্পে / আপনার মন খারাপ হবার কারণ গুলো বিশ্লেষণ করলে এইভাবে বলা যেতে পারে ,
আপনি যদি ফুলদানিটার জন্য মন খারাপ করেন তবে আপনি চিন্তা করে দেখতে পারেন এই ফুলদিনিটাকে ভালো লাগার পেছনে কারণ কিন্তু আপনি / ফুলদানি নিশ্চয়ই কথা বলতে পারে না / জড় পদার্থের কথা বলা বা অনুভূতি প্রকাশের সুযোগ নেই / এ ক্ষেত্রে আপনি নিজেই নিজের মনে ভালবাসলেন ফুলদানিটাকে /
আপনার ভালো লাগার আরো কয়েকটা কারণ হলো সকালের সূর্যের আলো যা বিকিরণ ঘটিয়ে আপনার চোখের রেটিনাতে একটা মারাত্মক ঝাকুনি দিয়েছিলো / আর এর ফলে আপনার মস্তিষ্কের পিটুইটারি গ্লান্ড থেকে সামান্য কিছু রস নিস্মরণের ফলে আপনার চোখ থেকে কয়েক ফোটা জল গড়িয়ে পড়লো / আর ঠিক একই মুহূর্তে আপনার মস্তিষ্কের ডান দিকের অংশ আপনার স্মৃতিতে হানা দিয়ে দেখলো সমসাময়িক করণ জোহরের কিছু ছবি আর সিদ্ধান্তে উপনীত হলো এর নাম অবাক ভালোবাসা / এর চেয়ে অন্য কোন ধরণের সিদ্ধান্তের জন্য আপনার মস্তিষ্কের স্মৃতিতে প্রয়োজনীয় ডাটা ছিল না / সুতরাং আপনার মস্তিস্ক হাতের কাছে পাওয়া ডাটার উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে উপনীত হলো /
এই সিদ্ধান্তের পর থেকে আপনি আর কোন নতুন ফুলদানি কিনেন নি বা কিনার চেষ্টাও করেন নি / এর কারণ আপনার মস্তিষ্কের বাম পাশের অংশ / যা আমাদের সব সময় নেতিবাচক সিদ্ধান্ত দিয়ে থাকে / প্রতিনিয়ত আপনার বাম পাশের মস্তিক আপনাকে নতুন একটা ফুলদানি কিনে ঠিক একই জায়গায় রাখতে বাধা দিচ্ছে /
ভেবে দেখুন আপনি যে মায়ার শোকে অন্ধকারে তাকে আলোকিত করতে আপনাকে শুধু জানালার পর্দাটা সরাতে হবে / আর যে ফুলদানির মোহে পরে আছেন তা চাইলেই নতুন করে কেনা সম্ভব / পুরো ব্যাপারটিতে আপনার নিজের মস্তিষ্কের ডান আর বাম পাশের খেলা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না আমি / আর হা আপনার স্মৃতিতে প্রয়োজনীয় ডাটার অভাব যার ফলে আপনার মস্তিষ্কের ডান পাশ বার বার হেরে যাচ্ছে বাম পাশের সাথে /
কালো হচ্ছে সব রঙের মিশ্রণ / আপনার মাঝের কালো রঙে সব কটি রং লুকিয়ে আছে / শুধু প্রয়োজন আলোর / এক্ষেত্রে জানালার পর্দা সরালেই আলো পাবেন আপনি / আলোর বিকিরণে আপনার কালো রং অনেক গুলো রঙের রংধনু ছড়াবে / নতুন একটা ফুলদানি ঠিক টেবিলের একই জায়গায় রাখুন আর জানালার পর্দা সরিয়ে দিন / অপেক্ষা করুন / যে কোন দিন সকালে আপনার চোখে আবার সেই পুরোনো বিক্রিয়া হবে / আর যে কোন ফুলদানি আপনার ফুলের সাথে মানিয়ে যাবে /
আপনার গল্পটা আত্মকেন্দ্রিক / আপনার ভালো লাগা বা খারাপ লাগা প্রায় প্রতিটা জিনিসই আপনার নিজের হাতে লেখা / চাইলেই বদলে ফেলতে পারেন গল্পটা / কালো রঙের ব্যাপারটা অদ্ভুত / আপনি কালো রঙের মাঝে বেঁচে আছেন কারণ কালো রং কে আপনার শোকের রং মনে হচ্ছে . কিন্তু কালোই কেন শোকের রং হবে ? নীল বা সাদা না কেন ? কারণ আপনার মস্তিষ্কে ঠিক এই ভাবে ডাটা জমা করা আছে / তাই আপনি চাইলেও সাদা বা নীলকে শোকের রং বলতে পারছেন না / একবার ভাবুন আপনার নিজের ইচ্ছে জড়িয়ে আছে আপনার স্মৃতিতে থাকা কিছু ডাটার উপর/ এর চেয়ে বাজে আর কি হতে পারে / যেখানে আপনি বুজতে পারছেন আপনার প্রায় প্রতিটি ধারণা আর সিদ্ধান্ত হয় কম্পিউটার এর টেবুলেশন সিট এর মতো করে / আর আপনি আপনার হৃদয়ের মাঝে ব্যথা অনুভব করে মনে করেন এর নাম ভালোবাসা / অদ্ভুত / আসুন ভালোবাসাকে জয় করতে শিখি / জানালা খুলে দিন / আলো আসতে দিন / রঙিন করে দিন জীবন / আর বেশি বেশি করে স্মৃতিকে আপডেট করুন /
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
আলম ভাই আপনার লেখাগুলো পড়ছি। ভাল লাগছে!
ব্যক্তি জীবনে আমার রঙ নিয়েই কারবার! এই যখন লিখছি তখনো আমাদের পণ্যের এসোর্ট্মেন্ট কালার নিয়েই কলিগদের সাথে কথা বলছি এবং এই সম্পর্কীয় আগামী মিটিং এর প্রস্তুতি নিচ্ছি।
পারিবারিক ভাবেও যেহেতু আমি সুতা, রঙ আর কাপড়ের ব্যবসার এনভায়রনমেন্টে বড় হয়েছি এবং এখনো আছি, তাই রঙ -এর কারবার আমি জানি। আমি জানি কিভাবে রঙের শেড তৈরী করা যায়। একই রঙ -কে কত প্রকারের শেডে আনা যায়? জানি ভেলভেটে কিভাবে রংধনুকে ফুটিয়ে তোলা যায়! বা কোন কম্বিনেশনে ‘কোন রঙ’ মেয়েদের ভাল লাগে।
জানি ব্রান্ডিং নিয়ে গ্রামীণফোন থেকে শুরু করে বড় বড় কোম্পানীর যুদ্ধও।
এছাড়াও পিঙ্ক রঙ নিয়ে আমার নিজের দুটো ঘটনা আছে- পরে লিখি!
অনেক আগে লিখেছিলাম- “আলো ও রঙ” http://blog.bdnews24.com/sukantaks/157589
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
আপনার এই লেখার চার্টগুলো অফিসিয়ালি শেয়ার দিলাম! এটা আমাদের আপকামিং মিটিং-এ আমি কাজে লাগাবো!
নুর ইসলাম রফিক বলেছেনঃ
জীবনে ফুলদানী কয়েকটা এসেছিল। কিন্তু আমার অগোছালো জীবন এবং সেই পুরাতন ফুলকে বারংবার প্রদর্শন ও উপস্থাপন নতুন ফুলদানী গুলিকে ভেঙে চুরমার করে দিয়েছে।
আমার নতুন ফুলদানী গুলির প্রেমে পড়া হয়নি বা হয়না পুরাতন ফুলদানীর মোহে। ইচ্ছেও হয়না তাই পরে আছি অযত্ন আর অবহেলায় অগোছালো জীবন নিয়ে।