বিবাহ শাদীতে পৈত্রিক সম্পদের গুরুত্ব

আবু তাহের
Published : 8 Dec 2015, 02:32 PM
Updated : 8 Dec 2015, 02:32 PM

আমার বাবা ছিলেন কৃষক।অতি কষ্টে আমাদের ছোটকাল কেটেছে।বাবার সম্পত্তি বলতে তেমন কিছু নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে একটি প্রাইভেট ব্যাংকে জব করতেছি দুবছর হয়ে গেল, কিন্তু বিয়ের বাজারে আমাকে পৈত্রিক সম্পদের ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।

*এক পাত্রীর মা আমাকে জানাল; তোমার বাবার তো কিছুই নাই, শুধু তোমার চাকরী আছে বলে আমরা রাজি হইছি।(এই পাত্রীর বাবার ভাল ব্যবহার নামক সম্পদের ঘাটতির কারনে আমি রাজি হই নাই)

*আরেক পাত্রীর বাবা আমাদের বাড়ী এসে আমার পৈত্রিক ঘর বাড়ী দেখে জানিয়েছে এই বাড়ীতে তার মেয়ে দিবেনা।

আমার বাবার সম্পদ নেই বলে আমি কোন ভাল ফ্যামিলিতে বিয়ে করতে পারবনা; এইটা কেমন কথা?