তোমাদের আমি মিস করছি…

জুলফিকার আতিক
Published : 7 Feb 2013, 07:31 PM
Updated : 7 Feb 2013, 07:31 PM

আমি তোমাদের খুব মিস করছি। তোমরা অনেক কষ্ট করে শাহবাগ মোড়ে আজ ৪ দিন যাবত যুদ্ধাপরাধীদের ফাঁসির জন্য আন্দোলন করছো। অথচ আমার মতো হতভাগা আরেক ব্যাক্তির জন্য গোলামী করে যাচ্ছে। আমার খুব ইচ্ছে হচ্ছে তোমাদের কাছে যেয়ে শরিক হতে। কিন্তুুু অভাবের এই জীবনটা অনেক কিছু চাই, কিন্তুু তা আর হয় না। মালিক কে খুশি করবো নাকি আজ এই গণজোয়ারের সাথে শরীক হবো, ভেবেই পাচ্ছি না। আমি অবাক, আমি বিস্মিত একজন ব্যাক্তি ৩৬০ জনের মত ব্যাক্তি হত্যা করার পরও কি ভাবে ফাঁসি থেকে রক্ষা পায়। আমি জানতাম এবং আশা করেছিলাম এমন একটি নাটক হয়তো আমাদের সামনে আসবে। আজ আমার ¯^cœ বাস্তবায়ন হলো। একটি সাজানো আদালত থেকে জনগণ এর চেয়ে বড় কি ভাবে আশা করে? ১৫ কেটি মানুষের ¯^cœ ভুল, আশা ভুল, বাস্তবতা ভুল এক কথায় সবই ভুল আর ভুল।

শাহবাগ মোড়ের এই গণ আন্দোলন সরকার দেখছে- আতাঁত করলে জনগণ কোন প্রকার ছাঁড় দিবে না।

জয় হউক তোমাদের আন্দোলন, জয় হউক তোমাদের সকল কষ্ট।