আমাদের বিজয় হবেই হবে

জুলফিকার আতিক
Published : 10 Feb 2013, 05:43 PM
Updated : 10 Feb 2013, 05:43 PM

তোমাদের সকল আন্দোলন, দাবী হউক গণমানুষের জন্যে। আন্দোলন হউক দূর্নীতির বিরুদ্ধে, সে সব নারীদের জন্য যারা তাদের দেহকে রক্ষা করতে পারিনি কুকুরের যে অধম নরপিশাচদের থেকে, সে সব অভুক্ত শিশুদের জন্য যারা এক মুঠো ভাতের জন্য তীর্থ কাকের মত ফেল ফেল করে চেয়ে থাকে, সে সব প্রবীণদের জন্য যারা বুড়ো বয়েসে এক মুঠো ভাতের জন্য ভ্যান বা রিকশার প্যাডেল চাপিয়ে যাচ্ছে, সে সব প্রবীণ নারীদের জন্য যারা বুড়ো বয়েসে এক মুঠো ভাতের জন্য অন্যের বাসায় ঝি-এর কাজ বা খোয়া ভাঙ্গাসহ আরও অনেক কঠিন কাজ করে যাচ্ছে, সে সব ব্যক্তির বিরুদ্ধে যারা শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গরীব অসহায় মানুষদের কে পথের ভিখারি বানিয়েছে। এই কথা ঠিক যে, যুদ্ধাপরাধীদের বিচার আজ জাতীয় ইস্যু। কিন্তু তার সাথে সাথে যদি গণমানুষের বাকী সব দাবী গুলো একত্রিত করতে পারি, তাহলে আমরা এখান থেকেই সব দাবী আদায় করে ঘরে ফিরে যেতে পারবো।

আমাদের আরো শপথ করতে হবে যে, আমরা কোন রাজনৈতিক ফাঁদে পা দেবো না। সে বামপন্থি হউক বা ডানপন্থী হউক যে আমাদের নিকট আসবে তারা তরুণদের সাথে এক কাতারে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে সকল জাতীয় ইস্যু নিয়ে একমত প্রকাশ করতে হবে।

আমাদের সকল দাবির বিজয় হবেই হবে।