আন্দোলনে থাকতে হবে শৃংখলা

জুলফিকার আতিক
Published : 23 Feb 2013, 06:47 AM
Updated : 23 Feb 2013, 06:47 AM

খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস ও ইসলামী ঐক্য জোট এ তিনটি ইসলামী দল জানে না আন্দোলন কাকে বলে, কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে রাজপথে মিছিল মিটিং করতে হয়, তারা কিছুই জানে না। তারা শুধু জানে উগ্র মেজাজ প্রদর্শন করতে। শরীরে পাঞ্জাবী, মাথায় পাগড়ী পরিধান করে আন্দোলন নামে উগ্র মেজাজ ও জঙ্গীবাদী আচরণ প্রদর্শন করতে। তাদের কে বলতে চাই- এভাবে আন্দোলন হয় না বা এটাকে আন্দোলন বলে না। সরকারের বিরুদ্ধে আপনাদের হয়তো বা অনেক অভিযোগ থাকতে পারে| কিন্তুঅভি যোগ গুলোর প্রস্তাব প্রকাশ আরো শান্ত শিষ্টাচার, ভদ্র, নম্‌্র ভাবে প্রকাশ করা যায়। এই ভাবেই মসজিদের দুয়ারে আগুন দিয়ে মসজিদের পত্রিতা নষ্ট করা আমাদের কারোর অধিকার নাই। মসজিদ আল্লাহর ঘর। সেখানেই কোন প্রকার কর্মসূচি দিতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্যই অনুমতি প্রয়োজন। গতকাল জুমার দিন খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস ও ইসলামী ঐক্য জোট এ তিনটি ইসলামী দল যে ভাবে তাদের মিছিল মিটিংয়ে উগ্র জঙ্গিবাদের আচরণ প্রকাশ করলো তা দেশের জন্য বিরাট চিন্তার কারন। সকল কর্তৃপক্ষকে অবশ্যই ভেবে দেখতে হবে। তিনটি দলের একজন নেতাকে বলতে শুনেছি- "আমাদের সাথে আন্দোলনের সাথে জামায়াতের কোন সম্পর্ক নাই। আমরা জামায়াতের সাথে কোনদিন একত্রিত হবো না। কারণ জামায়াত ইসলামী পূণাঙ্গ ইসলামী দল নয়। তাহলে তাদের সাথে যদি জামায়াত অংশগ্রহণ না করে তাহলে জামায়াতের নামে এত ভাংচুর, অগ্নিসংযোগ করার দরকার কী? জামায়াত আজ জাতীয় ভাবে অগ্রহণযোগ্য একটি দল। আপনারাও কী এমনটি দল হতে চান। মানুষ জানে আপনার রাজনীতির মাঠে অনুপস্থিত একটি দল। কিন্তু আমরা যতবার আপনাদেরকে রাজনীতির মাঠে দেখেছি, ততবার আপনাদেরকে উগ্র জঙ্গীবাদ, তালেবান লেবাসে দেখেছি। নিজেরাই নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন- আপনারা কী জনগণের কাছে ভালো হচ্ছেন না কী খারাপ হচ্ছেন।

আপনারা সহ সকল ইসলামী দল গুলোকে আল্লাহ শুভ বুদ্ধি ও শুভ মনমানসিকতার হেদায়েত দান করুক।