গুলি করা বন্ধ করতে হবে।

জুলফিকার আতিক
Published : 3 March 2013, 04:54 PM
Updated : 3 March 2013, 04:54 PM

এভাবে গুলি করা বন্ধ করতে হবে। জামাত-শিবিরের তান্ডবে যে ভাবে জনগণ অতিষ্ঠ, তেমনি ভাবে পুলিশের গুলি করা নিয়ে মানুষ খুব মর্মাহত। দেশী-বিদেশী অনেক রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যম ব্যক্তি এভাবে গুলি করাকে গণ হত্যার সাথে তুলনা করেছে। সে সব ব্যক্তিদের ভাষ্য হচ্ছে- পুলিশ যদি একান্তই বাধ্য হয় তাহলে সর্বোচ্চ পায়ে গুলি করতে পারে। এভাবে সরাসরি সম্মুখ অবস্থায় অপরাধির শরীরে গুলি করতে পারে না। পরবর্তী কখনো এভাবে একই দিনে আটচল্লিশ ব্যক্তি মারা গেছে মনে হয়না। আমি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সরকার ও তার সংলিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করবো অপরাধীর শরীরে সরাসরি গুলি করবেন না। এতে চরম ভাবে মানবতা লঙ্ঘন হচ্ছে। ইতিমধ্যে বর্হিবিশ্বে এই খবর ফলাও ভাবে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে এবং তারা এটাকে ঘৃণা চোখে দেখছে। আমার একজন ফ্রান্সের বন্ধু আমাকে বললো- তোমাদের দেশে এভাবে পুলিশ জনগণকে গুলি করে মারছে, এই ব্যাপারটি সম্পর্কে তোমাদের সরকার কেন চুপ করে আছে। আমাদের দেশের রাজনৈতিকরা ইতিমধ্যে তোমাদের নোংরা রাজনীতি অনেক মন্তব্য করছে। জবাবে আমি বললাম- এটাই আমার দেশ। এখানে কেহ মানবতার সংজ্ঞা জানে না। তাই এমন হচ্ছে। তাই আমি এভাবে মানুষ মারা থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। এটাও একটি গণহত্যার সামিল। আমাদের জামাত-শিবির তান্ডব থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে। সাথে সাথে প্রশাসন কে মানবতা বিরোধী অপরাধ থেকেও দুরে থাকতে হবে।