হরতালে মজা

খেলকা
Published : 11 July 2011, 04:30 AM
Updated : 11 July 2011, 04:30 AM

প্রতিদিন গাড়ির জন্য দীর্ঘক্ষণ দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়।অনেক সময় লোকাল গাড়ির কন্ট্রাক্টরগুলো টানাটানি করে।দুইদিন হরতাল। তাই ফজরবাদ বাসা থেকে বের হয়েছি।সঙ্গে লান্চ নিতে পারিনি।সকালের নাস্তাটাও ঠিকমত করতে পারিনি।তবু মজা লাগছে কারণ সিএনজি ওয়ালারা ধোঁয়া আর ধুলা উড়াতে আসেনি নাকের উপরে,হেল্পার কন্ট্রাক্টররাও সাধাসাধি করেনি বরং আমিই আগ্রহের সাথে গাড়িতে উঠেছি।মজার বিষয় কন্ট্রাক্টর হাসিমুখে ভ্রু নাচিয়ে কথা বলে।লোকাল গাড়িতে উঠেও মনে হয় এটা বুঝি প্যারিস অথবা সিঙ্গাপুর। রাস্তায় যত্রতত্র বাড়তি লোকের আনাগোনা নেই ।পরিচ্ছন্ন এক হরতালের সকাল।বুক ভরে শ্বাস না নিয়ে কি পারা যায় !!