দেশে বিদ্যুৎ ঘাটতি কতটুকু?

খেলকা
Published : 16 July 2011, 06:32 AM
Updated : 16 July 2011, 06:32 AM

দু'কলম লেখতে না লেখতেই ইলেকট্রিসিটি যায় ।আমি যে মহল্লায় থাকি অনেকে বলে অনেক চড়াই উতরাই এর মধ্যে এ এলাকার পথ চলা ।আসল বিষয় কি জানিনা বাস্তবতার মিল আছে বৈকি! ঢাকা জেলা অথচ দিবাভাগে এলাকায় ইলেকট্রিসিটি ভাল থাকে সকালে ৯টা বা ১০টা পর্যন্ত। সারাদিন তাইরে নাইরে।আর সন্ধায় মাগরিব থেকে শুরু করে রাত্রি ১২ টা পর্যন্ত ১৫ বা ২০ মিনিট থাকে তো দেড়ঘন্টা ২ ঘন্টা নাই! বড়ই আফসোস।অফিস থেকে ফিরে ক্লান্ত থাকি,অপেক্ষা করতে থাকি কখন জলবে বাতি। না: জলে না! যদিওবা জ্বলে এমনো দেখা যায় মিসকল দেওয়ার মত। বিষয়টি একদিনের নয় চলছেই দিনের পর দিন। মাঝে মাঝে অধৈর্য হয়ে যাই। আমার ধারনা সারাদেশে বিদ্যুতের কিছুটা উন্নতি হয়েছে কিন্তু আমাদের এলাকায় কোন বিন্দু মাত্র উন্নতি হয়েছে বলে মনে হয়না। স্থানীয় সংসদ সদস্য একবার যখন এসেছিলেন তখন ৭ দিন মোটামুটি ভালই চলেছিল।তারপর আরও খারাপ। তাই বাধ্য হয়ে এই লেখা, মাননীয় সংসদ সদস্য আপনি কি জানেন আপনার এলাকায় লোডশেডিং কতটুকু? মাননীয় সংস্লিষ্ট মন্ত্রী আপনি কি জানেন দেশে বিদ্যুৎ ঘাটতি কতটুকু? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে কি আমার এ ডিজিটাল আবেদন পৌছেছে?