যারা এগ্রিকালচার নিয়ে অনার্স করছেন

কে,এম,আতিকুর রহমান বাবর
Published : 17 March 2015, 07:22 PM
Updated : 17 March 2015, 07:22 PM

আপনারা যারা এগ্রিকালচার নিয়ে ভর্তি হয়ে হতাশায় ডুবে আছেন তারা চাকরি নিয়ে কখনই চিন্তা করবেন না…কারন এগ্রিকালচারিরা কখনো বসে থাকে না..।। যেখানে চাকরি করতে পারবেন:

১) বাংলাদেশের ১৪ টি গবেষণা কেন্দ্র
২) বি,এ,ডি,সি
৩) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
৪) সকল ব্যাংকে
৫) BCS-কৃষি,সাধারণ, প্রসাশন, শিক্ষা
৬) বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান
৭) বিভিন্ন বিদেশি সংস্থা
৮) আর ভাল রেজাল্ট করতে পারলেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার সুবর্ণ সুযোগ…..ইত্যাদি

আর অনার্স এ ৩.৫ পেলেই একমাস এগ্রিকালচারের স্টুডেন্ট হিসেবে আপনি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা মন্ত্রানালয় থেকে এককালীন গবেষণা ভাতা হিসেবে পাবেন ৫৪,০০০/= টাকা;যেটা খুব শীঘ্রই ১,০০,০০০/= উন্নিত হতে চলেছে।।

তাহলে আজই ঝেড়ে ফেলুন যাবতীয় হতাশা।

বঙ্গবন্ধুর অবদান
কৃষিবিদ ক্লাস ওয়ান