রহস্যময় ১৯

আতাস্বপন
Published : 16 July 2012, 06:52 PM
Updated : 16 July 2012, 06:52 PM

গানিতিক সংখ্যা ১৯। ২টি সংখ্যা মিলনে এই একটি সংখ্যা গঠিত। এতে শুরু ১ এবং শেষ ৯ রয়েছে। এ দুটো সংখ্যাই বেজোর। মহান স্রষ্টা ১ এবং বেজোর। পবিত্র কোরআন শরীফে এই ১৯শের বিষয়ে আলোকপাত করা হয়েছে এভাবে

১৯ শের উপর উনিশ

পবিত্র কোরআনে ১১৪টি সুরা রয়েছে যা ১৯ দ্বারা বিভাজ্য। প্রথম ওহি ইকরা পড় এটি রয়েছে সুরা আলাকে যার আয়াত সংখ্যা ১৯। এবং সুরা নাস থেকে উল্টো করে গননা করলে এটি ১৯ নং সুরা। এভাবে পবিত্র কোরআনে ১৯ এর একটি রহস্যময়তা আছে। এবার আসি আমাদের বাংলাদেশে ১৯ শের রহস্যময়তা সম্পর্কে।

ছবিটির দিকে ভাল লক্ষ করুন। তাহলে বুঝতে পারবেন। রহস্য কাকে বলে।

পাদটিকা:
রহস্যময়তা ভাল। তবে কিছু কিছু রহস্য প্রশ্নের জম্ম দেয়। বাংলাদেশের ক্ষেত্রে ১৯ এর প্রভাব সত্যই বিষ্ময়কর। তবে ১৯ বছর পর পর ঘটনা ঘটার পেছেনে আন্তর্জাতিক ভাবে কারো কোন ষড়যন্ত্র আছে কিনা তা ভেবে দেখার বিষয়।