জ্যামে গেনজামে

আতাস্বপন
Published : 1 August 2012, 01:40 PM
Updated : 1 August 2012, 01:40 PM

চিত্র:১
বাজার করে বাসায় ফেরার পথে।
ব্যক্তি১- হায় আল্লাহ কি জ্যাম!
ব্যক্তি২- জ্যামতো হইবই। রাস্তা ভাইংগা বুড়িগংগা হইছে। গাড়িগুলা আস্তে যাওনে যাম লাগছে।
ব্যক্তি৩- ভাই আপনার ব্যাগ থেকে বিশ্রী গন্ধ বের হচ্ছে।
মাছ কিনছি সকাল ৯টায় এখন বজে সাড়ে দশটা। মনে হয় পইচা গেছে।

চিত্র:২
এই বাস চলেনা কেন?
চলব কেমনে! দেহেন না সামনে কি জ্যাম লাগছে।
এই ভিআইপি এলাকায় আবার কিসের জ্যাম?
প্রধানম্ন্ত্রী আইছে রাস্তা বন্দ।

চিত্র:৩
ভাই সময় কত?
আমার ঘরি নাই। দারান মোবাইল বাইর কইরা বলতাছি। হায় আল্লাহ আমার মোবাইল কই।
জ্যামের মধ্যে কেউ মাইরা দিছে মনে হয়।

চিত্র:৪
ট্রাফিক সিগন্যালে আটকানো বাসের যাত্রি।
কতক্ষন হইয়া গেল এখনো সিগন্যাল ছারে না কেন?
ছারবো কেমনে এইটা হইলো বসুন্ধরার সিগন্যাল! এইখানকার ট্রাফিক হেগো কিনা। আগে বসুন্ধরা আবাসিক এর লাইন ক্লীয়ার কইরা আমগোড ছাড়বো।
মগের মুল্লুক নাকি। আধাঘন্টা হইল বাস দাড়াইয়া আছে। হেরা মানুষ আমরা কি গরু ছাগল?
রাগ কইরা ফয়দা নাই ভাইজান। বড়লোকগো কাছে আমরা গরু ছাগলই । দেহেন না সব যায়গাতে আমরাই কোরবান হইতাছি।

চিত্র:৫
জ্যামে আটাকানো প্রাইভেট কার। এক ভিক্ষুক ভিক্ষা করছে।
গাড়ীর জানালায় ঠুক ঠুক করে।
চার চারগো !
জানালা খুলে গেল। একটা হাত বেরিয়ে আসলো। তারপর………….।

চিত্র:৬
পুলিশ-এ খানে এতো গেনজাম কিসের?
জনতা১- একটা ছিনতাইকারি ধরা পড়ছে। ধোলাই চলতাছে। চরম ধোলাই।
পুলিশ- আইন নিজের হাতে তুলে নিবেন না। রাস্তা থেকে সরে দাড়ান জ্যাম লেগে গেছে।
জনতা২- জ্যাম লাগলে লাগছে। আগে এই বেটার ব্যবস্থা কইরা লই।
পুলিশ৩- ওকে আমি জিপে তুলছি। আপনারা কাইন্ডলি রাস্তা থেকে সরে দাড়ান।
জনতা-৪- জিপে তুললেই হইলো। ওরে নিয়াতো আপনারা টাকা খাইয়া ছাইরা দিবেন।

চিত্র:৭
ও মা আর পারছিনা। আমি মরে গেলাম
ওইতো সামনেই হাসপাতাল । আর অল্প পথ। ভাই রিক্সাটা একটু জোড় চালান ভাই।
জোড়ে চালাইয়া কি অইবো খালাম্মা। সামনে নির্বাচনি মিছিল। রাস্তা আটকা।
পাশের গলি দিয়ে ঠুকে যাওনা।
হেইডা যাওন যায়। তয় হেনে রাস্তা ভালা না। ভাইংগা গেছে। ঝাকুনিতে আফায় আরো কষ্ট পাইবো।
কষ্ট যা পাওয়ার পাচ্ছে। ও কষ্টে কিছু হবে না । তুমি যাও।

চিত্র:৮
ও আল্লাহ কানের পর্দাতো ফাইটা যাইতাছে।
এম্বূল্যান্স জ্যামে আটকা পড়েছে আংকেল। যতক্ষন জ্যাম থাকবে ততক্ষন এ যন্ত্রনা।

চিত্র:৯
আরে ঐটা প্রিয়া না। প্রিয়াইতো। রিক্সায় বসা পাশের হইলদা পঞ্চাবীর হিমু টা কে?
তবে কি ও অন্যজনের সাথে ….।
কিরে প্রিয়া কেমন আছিস?
আরে তুই। কোথায় যাচ্ছিস?
যাচ্ছিতো বাসায়। তুই কোথায় যাচ্ছিস?
ছোটভাইটাকে নিয়ে খাল বাসায়। খালা খুব অসুস্থ

চিত্র:১০
জানেন ভাই আমাদের দেশে জানজটে ২০ হাজার ৮০ কোটি টাকা বছরে ক্ষতি হচ্ছে।
এই হিসাব বের করলেন কিভাবে?
জ্যামে বসে বসে ।

চিত্র:১১
এই কবিতা শোনবে-
সেদিন লেগেছিলো মতিঝিলে জ্যাম
তখনইতো তোমায়, প্রথম দেখলেম
তারপরেইতো তোমার আমার প্রেম্
বিয়ে আর সংসার জমিয়ে দিলাম গেইম।