আমার বাবা

আতাস্বপন
Published : 4 August 2012, 05:56 AM
Updated : 4 August 2012, 05:56 AM

আমার চাকরি চলে গেল। বেকার হয়ে ঘরে বাসে আছি। হাতে কোন টাকা পয়সা নাই। খুবই খারাপ অবস্থা। ঠান্ডা লেগেছে কয়েকদিন ধরে খুক খুক করে কাশছি। একদিন রাতের বেলায় কাশছিলাম-

কিরে এতক্ষন ধইরা কাশাকাশি করছ ঔধুধ একটা কিইনা আনছ না কেন? পাশের রুমে শুয়ে থাকা কেনসারে আক্রান্ত বাবার গলা ভেসে এল।
কোন উত্তর করিনা। শুধু কাশি আর কাশি।

আমি কিইনা আনলে তুই কখনো কোন জিনিস আনছস। এই ঔষধটাও আমারে আইনা দেওন লাগব। তারপর খাবি। সারাজিবন তোগরে দিয়া বাজার সদাই না করাইয়া বেকুব বানাইয়া ফালাইছি।
পরেরদিন আমার অসুস্থ বাবা বিছানা থেকে বহু কষ্টে লাঠিতে ভড় দিয়ে উঠেলেন। তারপর আমার জন্য একটা কাশের সিরাপ নিয় আসলেন।

বাবার যখন কেনসার ধরা পরে তখন ৩ ভাই এর মধ্যে আমি এবং বড় ভাই চাকরি করি। দুই ভাই বাবার চিকিতসা চালাতে লাগলাম। বাবারও কিছু জমানো ছিল তাও খরচ হতে লাগল। হঠাত আমার চাকরি চলে গেল। সেটা অন্য একটা ট্রেজিক ঘটনা। আমরা পড়লাম মহা সমুদ্রে। বড় ভাই আর বাবার জমানো টাকায় যতটুকু সম্ভব বাবার চিকিতসা চলতে লাগল। একসময় প্রায় নিস্ব অবস্থা আমাদের। ঠিক এই রকম একটা সময়ে বাবা তার অসুস্থ সন্তানের জন্য যে মায়া নিয়ে ঔষধ আনলেন তা আমি কখনো ভুলবনা। নিজে চলতে পারেনা ঘুরে ঘুরে পরে যায়। এমনঅবস্থায় এমন দরদ দেখাতে শুধু বাবারাই পারে।

বাবা মার যান ৪ আগষ্ট ২০০৯ ১৩ ই সাবান।

আজ তার মৃত্যূ বার্ষিকী। আমি সবার কাছে আমার বাবার জন্য দোয় চাই

******************
আমার বাবা
(২০০৯ সালে ৪ঠা আগষ্ট ইন্তেকাল করেন। তার জন্য সবার দোয়া চাই)

আমার বাবা আর নেই
এ কথাটি ভাবতেই কান্নায় ভেঙ্গে পড়ে অন্তর।
কোথায় আমার বাবা? হারিয়ে গেছে চির জীবনের জন্য
কাকে আর বাবা বলে ডাকবো আমি।
কে আমাকে শাসন করবে?
রাত জেগে টিভি দেখলে বকা দিবে।
আর শুনা যাবেনা তার সুললিত কন্ঠের পবিত্র কোরআন তেলওয়াত
হারিয়ে গেছে তার সুর
হারিয়ে গেছে তার গাওয়া গান
চিরতরে চির জনমের জন্য।
কেমন আছ বাবা
নতুন ভুবনে
অন্ধকার প্রকষ্ঠে?
যেমন থাকো তোমার জন্য এ অধম সন্তান
দোয়া করে সবসময়
আমি যে তোমারই ছায়া
আমিযে আমাতে তোমাকে করেছি ধারন।

Father (Death 04.08.09)
13th saban
1430
(After passing 3 years I blessing you)

My father has gone forever
All the time feel you
Every moment I remember.
When I read holy Quran
I remember your voice Quran telwat.
Fabi aiye ala u rabbikuma tukjjiban.
My father has gone
Deep sleeps in graveyard
But he always in my heart.
When I watch TV program
I feel him with me.
Oh! my great father
Listen to me
I mange a job again
I always trying hardly
For my disfavored family.
Again, I start yours Liton store
I am fighting now
Against the poverty
Against the wind.
Inshaallah i will be successes.
– ATS

Pls. pray for my father
todya is death anniversary of my father