কবি নজরুল তুমি কার?

আতাস্বপন
Published : 27 August 2012, 12:17 PM
Updated : 27 August 2012, 12:17 PM

খুকি ও কাঠবিড়ালী কবিতা দিয়ে নজরুলের সাথে আমার পরিচয়। তার লিচু চোর কবিতাটি প্রায়ই বিভিন্ন প্রোগ্রামে আবৃতি করেছি। তার বিদ্রোহী কবিতার আমি একজন ভক্ত। তার ৩৬ তম মৃত্যু বার্ষিকী আজ। কবিকে স্মরন করি। তার আত্মার মাগফেরাত চাই।

কবি নজরুল সব ধরনের লেখাতেই পটু ছিলেন। কি শিশু সাহিত্য, কি ইসলামিক, কি সাম্যবাদী, কি বিদ্রোহী, কি রোমান্টিক সব লেখাই তিনি লিখেছেন। তিনি শ্যাম সংগীতও লিখেছেন। সকল ক্ষেতে তার বিচরন। বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মনের কথাগুলো এক জনের ভাবনায় ধরা দিয়েছে। সবাই যার যার অবস্থান থেকে তাকে ভাবে। কেউ বলে তিনি ইসলামি কবি। কেউ বলে সাম্যের কবি। কেউ বলে প্রেমের কবি। কেউ বলে ধর্ম নিরপেক্ষ কবি। কেউ বলে বিদ্রোহী কবি।

নজরুলকে নিয়ে রীতিমত টানাটানি অবস্থা বিরাজমান। নজরুল তুমি কার?