আহলান সাহলান মাহে রমজান! সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

আতাস্বপন
Published : 29 June 2014, 05:25 PM
Updated : 29 June 2014, 05:25 PM

আহলান সাহলান মাহে রমজান! সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

বছর ঘুরে আমাদের মাঝে
আবার এলোরে রমজান
পাপের ভুবন ছেরে শুদ্ধ হয়ে
জোগাও আখেরাতের সামান।

=) রমজানের পবিত্রতা রক্ষা করুন।
=)সবসময় ইবাদতের মধ্যে থাকার চেষ্টা করুন।
= যদি সম্ভব হয় শুদ্ধ ভাবে অর্থ বুঝে পড়ুন। পারলে কোরআন খতম করুন বা প্রতিদিন যতটুকু পারবেন তেলওয়াত করুন। যদি কোরআন পড়তে না জানেন তবে এই মাসে শিখে ফেলুন।
=)সিগেরেটের মত বদ অভ্যস ত্যাগ করার জন্য এ মাসের চেয়ে উত্তম সময় আর নেই। তাই এ মাসে ধমুপান ত্যগের উদ্যোগ নিন।
=)ঝগরা ফ্যাসাদ এরিয়ে চলুন। কেউ ঝগড়া করতে এলে বলুন আমি রোজাদার।
=)এ মাসে সুদ -ঘুস ত্যাগ করে তওবা করুন আর ঐ কাজগুলো করবেন না।
=)চুগলখুরি অভ্যাস থাকলে তাও ত্যাগ করুন।
=)এ মাসকে চরিত্র সংশোধনের মাস হিসেবে কাজে লাগান।
=) সকল প্রকার নৈতিক দূর্বলতা দুর করার উদ্যোগ নিন।
=) বেশী বেশী দোয়া করুন। পরিবার রাষ্ট সমাজ তথা গোটা দুনিয়ার সকল মোমিন- মেমিনাতের মংগলের জন্য।
=) দোয়া করুন- দুনিয়াতে সকল ধর্ম বর্ণ ও গোত্রের মানুষের সাথে যেনো মিলে মিশে থাকতে পারি। তাদের মংগল করতে না পারলেও যেনো ক্ষতি না করি।

– ইফতারে ভাজি পোড়া এড়িয়ে চলুন।
– খেজুর দিয়ে ইফতার করুন। এটা সুন্নাত।
– ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করুন। তারাতারি ইফতার করা এটাও সুন্নাত।
– সামর্থ থাকলে প্রতিদিন কমপক্ষে একজন রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করুন।
– সেহরীর করার পূর্বে তাহজ্জুদ নামাজ আদয় করার চেষ্টা করবেন।
– ফজরের নামাজ জামাতে পড়বেন। নামাজের আগে ঘুমাবেন না। তাহলে নামাজ মিস হবার আশংকা থাকে।

আবার সবাইকে রমজানের শুভচ্ছে। আল্লার কাছে দোয়া করি – তিনি যেন আমাদের রমজানের সবগুলো রোজা সুস্থতার সাতে রাখার তৌফিক দান করেন। আমিন।