আম্পায়ার যখন ভ্যাম্পায়ার!

আতাস্বপন
Published : 19 March 2015, 07:38 PM
Updated : 19 March 2015, 07:38 PM

তীব্র প্রতিবাদ জানাই ন্যাক্কারজনক ভাবে পক্ষপাত্তিত্ব করার জন্য। এভাবে জোড় করে হারানোর মানে কী? ভারত কি এতটাই দূর্বল হয়ে গেল? বাংলাদেশের সাথেও তাদের দুই নম্বরি করে জিততে হয়। ধিক………ধিক ………..ধিক! আইসিসিকে ধিক! এর কোন মানে হয়? ছেলেগুলো কত কষ্ট করে উইকেটটি নিল,  শর্মার তখন ৯০ রান কিন্তু আউট দিল না!

যাক! আমাদের ছেলেদের যে জেতার ক্ষমতা আছে তা আমরা বুঝে গেছি। আমাদের ক্ষমতা এতটাই বেশি যে আমাদের জোর করে হারাতে হয়। এমন একদিন ইনশাআল্লাহ আসবে যখন হারাতে চাইলেও কেউ আমাদের হারাতে পারবে না। আমারাই একমাত্র বাঙালি যারা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমরা চেযেছি তাই পেয়েছি। কোন ষড়যন্ত্র আমাদের রুখতে পারেনি। আমরা সব সময় ষড়যন্ত্রের শিকার। তাই সব ষড়যন্ত্রকে 'ড্যাম কেয়ার' করে আবারো আমরা জয়ী হব '৭১ এর মত। মহান আল্রাহ মজলুমের সাথে আছেন সবসময়।

ইন্ডিয়া, মনে রেখ ৭ই মার্চের সেই ভাষণ——- আমরা মরতে শিখেছি …………..দাবায়ে রাখতে পারবা না!