হবু চন্দ্র রাজার দেশ

আতাস্বপন
Published : 2 Oct 2015, 11:11 AM
Updated : 2 Oct 2015, 11:11 AM

হবু চন্দ্র রাজার গল্পটা তো সবার জানা। সেখানে একটা বিচার ছিল এমন চোর চুরি করতে যেয়ে দেয়াল ভেঙ্গে পড়ে আহত হয়। চোর রাজার কাছে গৃহস্থের নামে নালিশ করে। রাজা গৃহস্থের বিচার করেন…………আরো বড় কাহিনি। কথা হল আমাদের দেশেও শুরু হয়েছে তেমন কান্ড কির্ত্তন। প্রশ্ন পত্র ফাঁস করল যারা তাদের বিরুদ্ধে কোন এ্যাকশন নাই। যারা এর প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে এ্যাকশন। আর এ্ই এক্যাশান গুলা দেখে মনে হয় পুলিশ কোন ক্রিমিনাল ধরে পিটাচ্ছে। অথচ ওরা কিন্তু দেশের মেধাবী কিছু ছাত্র। যারা তাদের দাবি নিয়ে সাংবিধানিক অধিকার বলে প্রতিবাদ করছে। তাদের সাথে এমন চোর ডাকতদের মতো আচারন সত্যই দু:খ জনক। গত ভ্যাট সংক্রান্ত আন্দোলনেও তাই দেখা গেছে। কথা হলো সরকার কেন হবু চন্দ্র রাজা হতে চাইছে? সেই রাজার শেষ পরিনতি কি ভুলে গেছে সরকার?

এভাবে ছাত্রদের উপর নির্মম আচরন করে কেউ কখনো জয়ী হতে পারেনি। ৫২ এর ভাষা আন্দোলন তার প্রমান। তাই ছাত্রদের উপর পুলিশি নির্যাতন বন্ধ করুন। তাদের দাবির দিকে নজর দিন। ছাত্রদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করুন।