আজ শ্রমিকদের একটি বিশেষ দিন। এ দিনটি আসলেই সবার মনে শ্রমিকদের জন্য রাজ্যের মায়া যেন উথলে উঠে। সারা বছর কোন খবর থাকে না। রানা প্লালাজায় কত শ্রমিক ভাই মারা গেল কতজন নিখোঁজ তাদের জন্য এ দিনে হয়তো দুটা ভাল ভাল কথা বলা হবে। কাউকে কাউকে হয়তো অর্থ সহায়তাও দেয়া হবে এই শেষ। কিন্তু এই হত্যার যে খল নায়ক রানা তার বিচার ধামাচাপা পড়ে থাকে। কেউ উচ্চবাচ্য করে না। শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দুটা কথা আজ হয়তো শুনা যাবে কিন্তু এর বাস্তবায়ন সারা বছরে আদো হবে কিনা সেই সন্দেহ থেকে যাবে। আমাদের দেশের শ্রমিকরা আজ রাজনৈতিক গুটিতে পরিনত হয়েছে। ব্যবসার টপিক হয়েছে। তাই আজ রানা প্লাজা নিয়ে ছবি হয় । রাজনীতি হয়। কিন্তু রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জীবনের কোন পরিবর্তন হয় না। অথচ আমাদের দেশের শ্রমিকরা কত সস্তায় তাদের শ্রম বিক্রি করছে। যে সময় তার পরিবারকে দেয়ার কথা । স্বামী সন্তানকে দেয়ার কথা। তা বিক্রি করছে মালিকদের কাছে। এতো করেও তারা কি পাচ্ছে তার বিনিময়ে.
=) ন্যয্য মুজুরী? না পাচ্ছে না।
=) সময়মত বেতন -বোনাস? না পাচ্ছে না
=) নিরাপত্তা? না পাচ্ছে না।
=) সামাজিক সম্মান? না পাচ্ছে না।
=) মানসিক ও শারিরীক নির্যাতনের প্রতিকার? না পাচ্ছে না
আরো অনেক ………………….বললে বলা যাবে।
মহানবী সা. এর একটি হাদিস – শ্রমিকের মুজুরী তার ঘাম শুকনোর আগে দিয়ে দাও। যে ধর্মের হোক না কেন কেউই শ্রমিককে মুজুরী দেবার বিষয়ে সিরিয়াস নয়। আজো তাই দেখা যায় সারা মাস কাজ করে শ্রমিক বেতন পায় না। বায়ার নাই, ব্যবসা মন্দা নানান ছুতোয় তাদের মুজরী নিয়ে তাল বাহনা করে। তাইতো মাঝে মাঝে অমুক জায়গায় বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ বিদ্রোহ ইত্যাদি খবর দেখা যায়।
শ্রমিকদের নিরপত্তা নাই কোথাও? রানার মতো লোকেরা গামেন্টস নয় শ্রমিকদের জন্য মৃত্যু ফাঁদ বানিয়ে রেখেছে। এছাড়া শ্রমিকদের রাতে বিরাতে ডিউটি করানো হয়। এতে পুরুষ শ্রমিকদের অসুবিধা না হলেও নারী শ্রমিকদের নানা অসুবিধায় পড়তে হয়। কখনো কখনো সহকর্মিদের দ্বারা যৌন হয়রানীর স্বীকার হতে হয়। যে সকল নারী শ্রমিক গভীর রাতে বাড়ী ফিরেন তাদের রাস্তায় নানা ভোগান্তির শিকার হতে হয়। শংকিত থাকতে হয়। দুষ্ট লোকেরা ওতপেতে থাকে। তাদের স্বর্বস্ব লুটার জন্য। তা জান মাল বা ইজ্জত হোক। কত রিস্ক নিয়ে আমাদের শ্রমিকরা কাজ করছে। আমাদের চারপাসের দিকে তাকলেই তা প্রতিয়মান হয়। তাদের ভিতর আর বাইরের নিরাপত্তা বিধান করা দরকার।
গার্মেন্টস শ্রমিকরা আজও অবহেলিত আমাদের সমাজে। অথচ তাদের অর্জিত অর্থেই এই সমাজের মানুষেরা আজ দুই পয়সা পাচ্ছে। তাদের কে যে কেউ যেকোন সময় অপমান করতে পারে । মারতে পারে। যে কোন অপবাদ দিয়ে দিতে পারে। খুব সহজেই। তাদের সামজিক অনুষ্ঠানাদিতে অনেকেই দাওয়াত দেয় না। কারন তারা যেখানে থাকে সেটা তাদের ভাড়া বাসস্থান। তাইতো কখনো বাড়িওয়ালা কখনো এলাকার পাতি মস্তান দ্বারা সমাজিক ভাবে তাদের হেয় করা হয়। কখনো কখনো ভাড়া দিতে দেরি হলে তাদের মালামাল বাজেয়াপ্ত করে অপমান করে তারিয়ে দেয় বাড়িওয়ালারা। দোকানদাররা বাকি টাকা না পেয়ে মারধর করে। তাদের সমস্যা নিয়ে কেউই ভাবে না। না আমি না তুমি না সে। সবাই শৃধু হিজ হিজ হুজ হুজ। কি কারনে বেচারা টাকা দিতে পারছে না? এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আমার পাওনা কেন দেয়া হল না এটাই মুখ্য। মানবিকতা আজ অর্থের কাছে জিম্মি হয়ে গেছে।
কি অফিসে কি বাইরে শ্রমিকরা আজ মানসিক ও শারিরীক নির্যাতনের শিকার। কিছু কিছু কুলাংগার সহকর্মী দ্বারা নারী শ্রমিকরা আজ যৌন হয়রানীর শিকার। বস! কিছু বললেই চাকুরী শেষ। তাই মুখ বুজে সব সয়ে যাচ্ছে তারা। এ চিত্র আমাদের চারপাসের পরিচিত দৃশ্য। একটু চোখ কান খোলা রাখলে দেখা যায়। আমার পরিচতি একজন। সে লোক এক গামের্ন্টেসর পি এম। তারই কত কান্ড কির্তন । অথচ তার বৌ আছে সন্তান আছে। আমি যেহেতু টংগী শিল্প এলাকায় বসবাস করি তাই আমার চারপাসে এমন অনেক ঘটনা হরহামেশা দেখতে হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে ভাবতে হবে সংশ্লিষ্টদের। রুখে দিতে হবে দুষ্টদের।
আমার এলাকার কমিউনিটি পুলিশ কার্যক্রম এর কারনে শ্রমিকদের অনেক ঘটনা আামর জানা। অনেক বিচার শালিসও করতে হয়েছে। কথা হলো কেন শ্রমিকরা নির্যাতনের শিকার হবে? কেন শ্রমিকরা তাদের মানবিক অধিকার থেকে বঞ্চিত হবে? মনে রাখতে হবে শ্রমিকরা মানুষ রোবট নয়। তাদের মানবিয় সত্তা রয়েছে। তাদেরও আবেগ আছে অনুভুতি আছে। তাদের ও কষ্ট আনন্দ আছে। আজ ১লা মে, শ্রমীকদের এই বিশেষ দিনে তাদের শুধু শ্রমিক নয় মানুষ হিসেবে মূল্যায়নের জন্য সবার প্রতি অনুরোধ করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের ইনসাফ প্রতিষ্ঠার তৌফিক দান করুন।
নুর ইসলাম রফিক বলেছেনঃ
আজ রাস্থায় শ্রমিকদের এত্ত মিছিল দেখে মনে হলো শ্রমিকরা আজ আর শ্রমিক নয় সবাই শ্রমিকলীগ।
কারন শ্রমিকদের প্রায় সব গুলি মিছিলে ব্যানার ছিল শ্রমিকলীগের।
আজ অসহায় শ্রমিকদের নিয়ে রাজনীতি হচ্ছে। যা আবার সচ্চ রাজনীতি নয় নোংরা রাজনীতি। আমাদের দেশীয় নোংরা রাজনীতি যা কারো অজানা নয়।
আমার যতেষ্ট সন্দেহ আছে শ্রমিকদের বড় বড় লিডাররা সত্যি শ্রমিক কিনা। হয়তো এই লিডাররা শ্রমিকদেরকে পুজি করে নিজেদের অবস্থান শক্ত পোক্ত করে নিচ্ছেন। উপরে উঠবে লিডারদের অবস্থান আর অসহায় শ্রমিক টিকি থেকে যাবে তাদের চিরস্থায়ী এই অসহায় শ্রমিকই।
সব জায়গায় রাজনীতির প্রভাব। রাজনীতি সেও আবার সচ্চ নয় নোংরা রাজনীতি।
আতাস্বপন বলেছেনঃ
শ্রমিক জীবন বড়ই সংগ্রামী। বড়ই অসহায়। বড়ই বে ইনসাফে ভরা জীবন। সেরের উপর সোয়া সের হয়ে আছে সুবিধাবাদীরা। শ্রমিকের এই সংগ্রাম, এই অসহায়ত্ব, এই বে ইনসাফ জীবন তাদের ছোয় না। তারা এতেও খুঁজে নিজেদের স্বার্থ হাসিলের উপকরন। এরাই মানুষ রুপি দানব। হায়না বা অন্য কোন হিংস্র কিছু। ধন্যবাদ নুর ইসলাম রফিক ভাই। আল্রাহ আপনার মত সবাইকে ভাববার তৌফিক দিন।
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
মালিকদের অবস্থা এখন পোয়াবারো! প্রচন্ড গরমে শ্রমিকের ঘামও শুকায় না, মজুরি দেয়ারও জরুরত পড়ে না। অথচ শ্রমিকের রক্ত ঘামের ওপর দিয়েই গড়ে ওঠবে মালিকের শিল্প প্রাসাদ। বাংলাদেশে দিন কি কখনোই বদলাবে না?
ভালো পোস্ট আতাস্বপন ভাই।
মে দিবসের শুভেচ্ছা আপনার জন্য।
আতাস্বপন বলেছেনঃ
এই দিন দিন না আরো দিন আছে
দিন বদলে সুর শুনা যায়
এইতো খুবই কাছে।
——————–ধন্যবাদ ফারদিন ফেরদৌস ভাই
কাজী শহীদ শওকত বলেছেনঃ
কাজী শহীদ শওকত বলেছেনঃ
শিকার বানানটি ভুল দেখা যাচ্ছে।
আতাস্বপন বলেছেনঃ
বানান! দিলাম ঠিক করে। ধন্যবাদ কাজী শহীদ শওকত
নিতাই বাবু বলেছেনঃ
সম্মানিত আতাস্বপন দাদা,বর্তমানকালে আমাদের দেশে মালিক-বণিক সাহেবরা শ্রমিকদের রোবট’ই মনে করে থাকে৷তারা যদি পারতো তবে দিনরাত ২৪ঘন্টার মধ্যে ২০ঘন্টা শ্রম নির্ধারণ করে ফেলতো৷ ভাগ্য ভালো আমাদের দেশে একটা আইন আছে৷ধন্যবাদ দাদা ভালো থাকবেন৷
আতাস্বপন বলেছেনঃ
শ্রম আইন! ভাই এটা শুধু কাগজে কলমে। ভাল করে পর্যবেক্ষন করুন আপনার চারপাসের কল কারখানা গুলো । তবেই বুঝেতে পারবেন শ্রম আইন কে কিভাবে বৃদ্ধাঙ্গুলী দেখানো হয়েছে। ধন্যবাদ দাদা
তানজির খান বলেছেনঃ
এই সত্য খুব কম মানুষই উপলব্ধি করতে পারে। পুঁজিবাদ আমাদেরকে নিষ্ঠুর করে ফেলেছে। শ্রমিকের ঘামে ভিজে আছে আমাদের চারপাশ, দালানকোঠা, উন্নয়ন অথচ তারা আছে কষ্ট নিয়ে।
ভাই আসুন আগামী শুক্রবার আমরা আড্ডা দেই। কথা হবে বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে। পোস্টটি পড়ুন http://blog.bdnews24.com/tanzirkhan/184548 আসতে ভুলে যাবেন না ভাই । অপেক্ষায় রইবো