ছবির ফ্রেমে বাংলাদেশের ইতিহাস (১৯৫২ থেকে ১৯৭১)

আতাস্বপন
Published : 15 Dec 2016, 08:46 PM
Updated : 15 Dec 2016, 08:46 PM

ইতিহাস আর ঐতিহ্যে এদেশের অমূল্য সম্পদ। আমাদের কৃষ্টি কালচার এমনি হাজারো ইতিহাস আর ঐহিহ্যের নিদর্শন বহন করে যাচ্ছে। বাংলাদেশের পূর্ব পর অতিত বর্তমান ভবিষ্যৎ এর সবকিছুই নানা ঘটনা প্রবাহ ও অবস্থার মধ্য দিয়ে কৃষ্টি কালচার সংস্কৃতির অলংকারে পরিনত হয়েছে। বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও এর ধারাবহিকতায় পথ চলতে চলতে এগিয়ে যাওয়ার মাঝে যে আনন্দ বেদনা, ঘাত প্রতিঘাত এর জীবন প্রবাহ এগুলোই প্রতিনিয়ত নতুন নতুন ইতিহাস আর ঐতিহ্যের সৃষ্টি করছে।

পূর্ব পর ইতিহাস ঐতিহ্যের ঘটনা প্রবাহ গুলো সময়ে সময়ে দেশি-বিদেশি সংবাদিকদের সাহসি উদ্যোগের ফলে ফ্রেমে আবদ্ধ হয়েছে । অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেসব দূর্লভ কিছু ছবির ফ্রেম থেকে এই ব্লগে শেয়ার করছি।

যাদের হাত ধরে বাংলাদেশ:
১. বঙ্গবন্ধু ও হোসেন শহীদ সরোয়ার্দী



২. বঙ্গবন্ধু ও মাওলানা ভাসানী



৩. শিল্পমন্ত্রি বঙ্গবন্ধু ও হোসেন শহীদ সরোয়ার্দী


৪. বঙ্গবন্ধু ও হোসেন শহীদ সরোয়ার্দী (নেতা কে ফুলের মালা দিয়ে বরন করছেন)

৫. মাওলানা ভাসানীর জীবনযাপন চিত্র

৬. শের এ বাংলা এ কে ফজলুল হক ও বঙ্গবন্ধু

বীর শ্রেষ্ঠ:

ভাষা আন্দোলন ১৯৫২ :
৭. ১৯৫২ সাল ১৪৪ ধারা ভেঙ্গে ভাষার জন্য আপামর জনতার আন্দোলন চলছে



পুলিশ এ্যাকশন: ২১ ফ্রেব্রুয়ারী ১৯৫২-

তমুদ্দিন মজলিসই ছিল মহান ভাষা আন্দোলন এর প্রধান সংঘঠন-

১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারি: ঢাকা হলের পিছনে নির্মিত শহীদ মিনার


১৯৫৬ – ঢাকা কলেজের পুরাতন ক্যাম্পাসে শহীদমিনার নির্মাণ করছে মেয়েরা।

ভাষা আন্দোলন, ভাষাসৈনিক ও প্রথম শহীদ মিনার-

১৯৭১ এর রক্ষক্ষয়ী যুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়:
৮. নির্বাচনে জয় যা মেনে নিতে পারেনি পশ্চিম পাকিস্তান; ফলে শুরু হল স্বাধীন ভাবে পথ চলা:
১৯৭০ সালের নির্বাচনে জয়ের মুহুর্ত-

মুজিব নগর সরকার গঠন ১৭ ই এপ্রিল-

৯. ৩ মার্চের শহীদ নারী যশোরের চারু বালা কর:


১০. ৩মার্চ শহীদদের স্মরনে শোক মিছিল :

১১. মোমেনশাহীতে পাক বিরোধী আন্দোলন ৬ই মার্চ ১৯৭১

১২. ৭ই মার্চের ভাষন ১৯৭১

১৩. ২৫ শে মার্চ কাল রাতে পাক হানাদারদের নির্বিচারে গনহত্যার পর সকালে শুধু লাশ আর লাশ

১৪. বঙ্গবন্ধুকে ধরে নিয়ে যাবার আগে বাংলার সাড়ে সাত কোটি মানুষের পক্ষে স্বাধীনতা ঘোষণা করে দিকে দিকে যে বার্তা প্রেরণ করেছিলেন তিনি, সেই বার্তার একটি কপি পেয়ে ছিলেন আগরতলা যড়ন্ত্র মামলার অন্যতম আসামি কমাণ্ড্যান্ট মানিক চৌধুরী।

১৫. বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষনা পত্র পাঠ

১৬. ৩১ মার্চ ত্রিপুরায় সংহতি মিছিল:

১৭. গঠিত হলো মুক্তিবাহিনী-শুরু হলো যুদ্ধ

১৮. সর্বাধিনায়ক জেনারেল ওসমানী:

১৯. তরুন মুক্তিযোদ্ধার দল: ছালাম তোমাদের

২০. নারী মুক্তিযোদ্ধা:

২১. ৭১ এ নারীদের অবদান: যশোরে লাঠি মিছিল

২২. নারী মুক্তিযোদ্ধাদের ট্রেনিং: মার্চ করে এগিয়ে যাওয়ার মুহুর্ত:

২৩. অবসরে কিছুক্ষন:

২৪. ক্ষুদে যোদ্ধা:

২৫. মুক্তিযোদ্ধাদের অপরেশন মহুর্ত:

২৬. মুক্তিযোদ্ধাদের হাতে আটক রাজাকার:

২৭. হানদারদের দ্বারা অত্যাচারিত নিরিহ জনগন:
অত্যাচারের চিত্র- কারফিউ রাস্তা ফাকা:

:

হিন্দু খুজতে হানদারদের নিলর্জ্জ আচরন-

পাক হানাদের নির্যাতনের হাত থেকে বাঁচতে আতংকিত নিরিহ জনতার দেশ ত্যাগ: ভারতে শরনার্থি শিবিরে আশ্রয়-

ত্রানেরজন্য অপেক্ষা:



২৮. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র: কলকৌশলী

২৯. কনসার্ট ফর বাংলাদেশ:

৩০. জর্জ হেরিসন: বাংলাদেশের কন্ঠ বন্ধু

৩১. রবিশংকর: বাদ্য বন্ধু


৩২. মুক্তিযোদ্ধাদের বিজয় :

৩৩. বুদ্ধিজিবী হত্যা:

৩৪. পাক হানাদারদের আত্মসমর্পন:

জেনারে নিয়াজি আর অরোরা সেই ঐতিহাসিক মুহুর্ত:

৩৫. এই সেই আত্মসমর্পন এর লিখিত দলিল:

৩৬. বিজয় ৭১- একটি পতাকা একটি দেশ এর জম্ম:

একটি জাতি দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষে স্বাধীন হলো। এমন ইতিহাস বিশ্বে বিরল । সালাম তোমাদের হে বীর সৈনিকগণ । যারা বুকের খুন ঢেলে এ দেশ আমাদের উপহার দিয়েছ।