শততম টেস্ট আর বেস্ট জয়- কভু ভুলবার নয়

আতাস্বপন
Published : 20 March 2017, 00:23 AM
Updated : 20 March 2017, 00:23 AM

শততম টেস্ট। পারফরমেন্সও বেস্ট। বাংলাদেশ দলের অবিস্মরণীয় এক জয়। বহুদিন পর আবার চিৎকার করে উঠলাম সাবাস বাংলাদেশ! সাবাস‍! ব্যর্থতা দেখতে দেখতে যখন প্রায়ই অভ্যস্থতা চলে আসছিল আবার তখন এই জয় নতুন করে জাগিয়ে দিলো পুরো জাতিকে। আলোড়িত করল গোটা বিশ্ব। এ শুভক্ষণে মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি। বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়ার ও সংশ্লিষ্ট সকলকে শততম টেস্টের স্মরণীয় জয়ের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এগিয়ে যাও বাংলাদেশ। সাবাস বাংলাদেশ। হার কিংবা জিত সবসময়ই তোমার পাশে আছি। হিপ হিপ হুররে। চিয়ার্স ফর বাংলাদেশ।

খারাপ যখন খেলে তারা
চৌদ্দগুষ্টি উদ্ধার করি
তারপরও কিন্তু বাংলাদেশ
হৃদয়েতে ধারণ করি।

আবার যখন জয়ে জয়কার
বাদ ভাঙ্গে আবেগ আমার
সাবাস সাবাস চিৎকারে
জেগে উঠি হুংকারে।

হার কিংবা জিত এ
বাংলাদেশ কেই ভালবাসি
শততম টেস্ট জয়ে শুভেচ্ছা শত শত
জানাই এক উৎফুল্ল দেশাবাসি।

স্মরণীয় বরণীয় এ জয়
কভু ভুলবার নয়
কভু ভুলবার নয়।

যাও এগিয়ে হার জিতে
পিছন ফিরে চেও না
লেগে থাকাই মূল কাজ
সফলতার প্রেরণা।