এখনই উপযুক্ত সময় আছে!

বাপ্পি মজুমদার ইউনুস
Published : 24 Feb 2015, 03:39 PM
Updated : 24 Feb 2015, 03:39 PM

বিশ্ববিদ্যালয় হচেছ শিক্ষা ক্ষেত্রের সর্বোচ্চ বিদ্যাপীঠ। যেখানে জ্ঞান বিকাশের সীমাবদ্ধতাকে অতিক্রম করে মানুষ চরিত্র গঠন ,জীবনের প্রয়োজনীয় বাস্তবতা, সংগ্রাম ও সমস্যা মোকাবেলায় দৃঢ়চেতা,ধীর,কৌশলী,নিয়মতান্ত্রিকতা,মানবতা ও শৃঙ্খলাবোধ সম্পন্ন হওয়ার এক অনন্য এবং বিস্তৃত ক্ষেত্র তৈরি করতে পারে। জীবন চলতে বাধা বিপত্তি অনেক কিছুই আসবে। তবে সেগুলো মোকাবিলার কৌশল ও এখানেই শিক্ষা নেয়া হয়। আজকে যারা ছাত্র আগামী দিন তারা কান্ডারি। জাতির নেতৃত্ব তাদের হাতে চলে যাবে। তাই যত বেশি নিজেকে বিকশিত করার সুযোগ থাকে ততবেশি দক্ষ হওয়া যায়। তাই বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। তবে আমাদের দেশে দিন দিন উচচ শিক্ষা বা দক্ষতা অর্জনের ক্ষেত্র যেন দিন দিন ছোট হয়ে আসছে। ব্যতিক্রম  হয়তো কিছু আছে। কিন্তু কিছু ব্যতিক্রম পুরো সমাজ ব্যবস্তাকে পরিবর্তন করতে পারে না। কিন্তু আমাদের দেশে অবারিত সুযোগ থাকার পরও সম্ভাবনার অকাল মৃত্যু ঘটছে। হানা হানি,মারামারি,আন্দোলন,মিটিং-মিছিল এ শিক্ষার পরিবেশ হুমকির মুখে পড়ে যাচেছ। কিন্তু এভাবে চললে তো এ জাতি একদিন অজ্ঞ ও পঙ্গু জাতিতে পরিনত হবে। তাই সমস্যা থাকতেই সচেতন হওয়া সবার জরুরি।

আন্দোলন করবেন করেন। তবে আমরাতো আন্দোলন করার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইনি। একটি বর্ষ অতিক্রম করতে আর কত বছর সময় লাগবে। আমরা আজ স্বাধীন দেশে বসবাস করেও আমরা স্বাধীনতা পাচ্ছি না। আমাদের মুক্তি দিন।

রাজনীতি আজ আমাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।