একসময় নতুনদের বলতে পারবো “শুনো, আমরা অনেক সিনিয়র ব্লগার”। অবশ্য এসব শুনে সুবোধবালকের মতো মেনে নিলেই হয়। উল্টো যদি ধমক মারে 🙁 তাহলে লাইফের জিন্দেগী নিয়ে টানাটানি পড়ে যাবে। সকালে এক বন্ধু জিজ্ঞাসা করে, “ব্লগ কি জিনিসরে?” উত্তরে বলি বগর বগর! তবে এটা হচ্ছে বগরবগরের একমাত্র ইতিবাচক মাধ্যম। যাদের ভালো ভালো কথা কেউ শুনতে চায় না। এখানে এসে সে নিশ্চিন্তে ঢালতে পারে। কারণ এখানে সবাই বগর বগর করে এবং শোনে। 🙂
বন্ধু আগ্রহ পেলো বগর বগর করার জন্য। তবে তার আগে স্বামীর অনুমতি নিতে হবে :(। তার জন্য আপসোস হচ্ছে। কারণ শেষমষে হয়তো মাস কয়েক পরে স্বামীর বাধা ডিঙিয়ে বগরবগর করতে চলে আসবে। কিন্তু তখন আমি তাকে বলবো
“শুনো, আমরা অনেক সিনিয়র ব্লগার”।
আইরিন সুলতানা বলেছেনঃ
বেশ বলেছেন কিন্তু।
ইমোটিকন ফিচার যত তাড়াতাড়ি যুক্ত হবে পোস্ট লেখার মজা ততই পাওয়া যাবে। 🙂
আয়েশা মেহজান বলেছেনঃ
কিন্তু ইমোটিকন দেখি যায়গামতো থাকে না। সরে যায় 🙁
এখানের ইমোগুলো কথা শুনে না 🙁
ড. হাতাশি বলেছেনঃ
বেশিরভাগ ব্লগই কোন একটা নির্দিষ্ট বিষয়সম্পর্কিত ধারাবিবরণী বা খবর জানায়; অন্যগুলো আরেকটু বেশিমাত্রায় ব্যক্তিগত পর্যায়ের অনলাইন দিনপত্রী বা অনলাইন দিনলিপিসমূহ। একটা নিয়মমাফিক ব্লগ লেখা, ছবি, অন্য ব্লগ, ওয়েব পেজ আর এ বিষয়ের অন্য মাধ্যমের লিংকের সমাহার বা সমষ্টি। পাঠকদের মিথষ্ক্রিয়াময় ছাঁচে মন্তব্য করার সুবিধে, -রাখা বেশিরভাগ ব্লগের একটা গুরুত্বপূর্ণ দিক। কিছু কিছু নো মডারেশন ব্লগে ইচ্ছেমত গালগালিও করা যায়।
প্রায় ব্লগই মূলত লেখায় আকীর্ণ, কিছু কিছু আবার জোর দেয় শিল্প (আর্ট ব্লগ), ছবি (ফটোব্লগ), ভিডিও (ভিডিও ব্লগিং), সঙ্গীত (এমপিথ্রিব্লগ) আর অডিওর (পডকাস্টিং) ওপর এবং বাংলা ব্লগে এইসব কিছুর খুবভাল ভাবে কম্বিনেশন করতে পেরেছে “বিডিনিউজ২৪ব্লগ”।
হামিদা আখতার বলেছেনঃ
“শুনো, আমরা অনেক সিনিয়র ব্লগার”। :))
সুমন সিকদার বলেছেনঃ
আমিও আপনার মতোই, শুরু থেকে মনে হচ্ছে। 🙂
শহীদুল্লাহ বলেছেনঃ
সিনিয়র ব্লগারদের প্রতি শ্রদ্ধা জানাই । আপনাদের অনুপ্রেরণাই আমাদের নতুন ব্লগার হতে উদ্বুদ্ধ করেছে । ঠিক বলেছেন, আমাদের বকবকানি কেহ শোনেননা বলে এখানে যোগ দিয়েছি ।