মিরপুরের স্টেডিয়ামে হলো আতশবাজিতে আনন্দ

বাদশা মিন্টু
Published : 25 March 2011, 05:28 PM
Updated : 25 March 2011, 05:28 PM

আহা কি সুন্দর দেখা গেলো। কতো রঙ ছড়িয়ে, আলোর কারুকার্যে ফুটলো আতশবাজিগুলো। মুগ্ধ চোখে চেয়ে দেখলাম! মিরপুরের হাজারো মানুষ রাস্তায়! আর্মি স্টেডিয়ামের যে আনন্দযজ্ঞ দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিলো তারই সমাপ্তি হলো আজকের আতশবাজিতে।

আজকের ম্যাচে গো হারা হারলো আফ্রিকা। আগে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আমাদের ক্রিকেটদলও উত্থান-পতনের ক্রিকেট খেলে আমাদের বিশ্বকাপ আনন্দ দিয়েছে। কিন্তু আমরা সব সময় আনন্দপ্রাণ, আবেগতাড়িত বাঙালির পরিচয় দিয়ে এসেছি।

আজ ২৫ মার্চ কালো রাত। ১৯৭১ সালের এই রাতে আমাদের ওপর যে নির্মম অত্যাচার ঘটেছিলো তা আমাদের ইতিহাসের কালো অধ্যায়। কিন্তু সে শোকবার্তা আজ আমাদের স্বাধীনতার আনন্দমিছিল।

আমরা সফল বিশ্বকাপ আয়োজন করেছি। আমরা আনন্দ করতে জানি। আমাদের কেবল উপলক্ষ্য প্রয়োজন।