পদ্মা সেতুর জন্য কি প্রাথমিক বিদ্যালয়ে টাকা তোলা হচ্ছে?

বাদশা মিন্টু
Published : 22 July 2012, 02:10 PM
Updated : 22 July 2012, 02:10 PM

পদ্মা সেতুর টাকা জোগানো নিয়ে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। একেবারে ছোটো শিশুরা পর্যন্ত বাদ নেই। প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া একটি ছোটো বাচ্চা বলেছে- তাদের স্কুলে নাকি পদ্মা সেতুর নামে টাকা তোলা হচ্ছে। প্রত্যেককে বাড়ি থেকে একটি নির্দিষ্ট অংকের টাকা নিয়ে যেতে বলেছে। শুধু ঐ শিশুটির বিদ্যালয়টিই নয়, এরকম একাধিক প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ের নাকি টাকা তোলা হচ্ছে। সবাই একটু খোঁজ নিয়ে দেখুন তো ব্যাপারটা কি??

গ্রামীণ ফোনের সিম থেকে নাকি টাকা কেটে নেওয়া শুরু হয়েছে ২১ জুলাই রাত থেকেই। গতকাল ৪ জনের কাছ থেকে শুনেছি.. তাদের সবার মোবাইলেই নাকি একবার কলের পর অতিরিক্ত ৩ টাকা করে কেটে রাখা হয়েছে।সত্য মিথ্যা যাচাই করি নাই। তবে বিভিন্ন আতঙ্ক যে ছড়িয়েছে সেটা স্পষ্ট। ছোটো ছোটো শিশু ও সাধারণ ব্যবহারকারীদের প্রতারণা করা হচ্ছে মনে হচ্ছে। প্লিজ সবার কাছে অনুরোধ বিষয়টি খোঁজ নিন। এবং নিজে সচেতন হয়ে অন্যকে সঠিক তথ্যটি জানান।