সাদা বকের কান্না

বাদশা মিন্টু
Published : 14 Nov 2012, 07:17 PM
Updated : 14 Nov 2012, 07:17 PM

ফান্দে পড়িয়া বগায় কান্দে…রে।কতোদিন দেখিনা সাদা বক, কানা বক। নীল আকাশে সাদা বকের উড়ে যাওয়ার দৃশ্য। এমনিতেই বক আমার ভীষণ প্রিয় পাখি।
আমাদের বাড়ির পাশে একসময় ছোটো একটা নদী ছিল। নাম কাজলা। এরপাশে ছিল একটা বিশাল জলাভূমি। ওখানে প্রচুর তিতপুঁটি মাছ পাওয়া যেত। আর সেখানে ঝাঁকে ঝাঁকে বক। বাড়ির পাশে ছিল বাঁশের বাগান। সন্ধ্য হলে বকের ডাক… বাঁশবাগানের প্রতিটি মাথায় বসে থাকত ফুলের মত অসংখ্য বক। ভীষণ ভালো লাগতো..বিকেল হলে শুধু শাপলা আর বক দেখতেই বিলের পাড়ে বসে থাকতে ইচ্ছে হত।

অনেকদিন পর আবার বক দেখলাম। এবার দেখলাম নীল আকাশে নয়। মোটরসাইকেলের সঙ্গে বাঁধা। উল্টো করে ঝুলিয়ে রাখা…৫টা…সাতটা…বকের ঠোঁট দিয়ে কামড়ে ধরছে মোটরসাইকেলের চাকা….

হায়রে ঢাকা শহর আর আমাদের প্রকৃতি প্রেম! এই বকের মাংস কারা খাচ্ছে?? এদের বিরুদ্ধে কী করা যেতে পারে? আমি বকগুলো উদ্ধারে কিছু করতে পারিনি। খামোখা মার খাওয়ার সাহস হয়নি। যারা এ বক শিকার করছে …তাদের কি বলতে পারি??