কাগজের ফুল ঝরে গেলো, মাটির ময়না ভেঙ্গে গেলো

বাদশা মিন্টু
Published : 13 August 2011, 03:07 PM
Updated : 13 August 2011, 03:07 PM

তারেক মাসুদ একটা বিদ্রোহের নাম, একটা শিল্পের নাম। চাইলে ফায়ারের যুগে তাকে 'মাটির ময়না'ও বলা যায়। সেই মাটির ময়না মাটিতেই মিশলেন। এ জন্য দায়ী কে?

এ দায়ভার সরকারকেই নিতে হবে।

তারেক মাসুদ আমাদের শিল্প চিনিয়েছেন। আমাদের নরসুন্দর চিনিয়েছেন। অর্ন্তযাত্রা আর রানওয়ের দিকে ছুটতে শিখিয়েছেন। তাকে এভাবে হারানোটা সহজে মেনে নেয়া যায়না।

যেখানে সবার জীবন ভাঙ্গা রাস্তায় ঝাঁকুনি খাচ্ছে, সেখানে এক তারেক মাসুদের বলী কি কাজে আসবে? টনক নড়বে কি যোগযোগ মন্ত্রীসহ সংশ্লিষ্টদের?

ঈদে ঘরমুখো মানুষের জনস্রোতে কে নিরাপত্তা দেবে? কে? একজন ক্যাথরিন মাসুদের দুঃখ কে বুঝবে!

হায়রে গন্ডারের চামড়া পরে থাকা , চোখহীন ক্ষমতালোভীরা…মাটির ময়না ভেঙ্গে গেলে আদমসুরত থাকবে কি বাংলাদেশে!

যে 'কাগজের ফুল' তৈরির উদ্দেশ্যে তিনি রাস্তায় নেমেছিলেন, তার উদ্দেশ্যে আমরা কাগজের ফুল নয়, হৃদয় প্রস্ফুটিত রক্তজবা দিয়ে শ্রদ্ধা জানায়।