চলুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই

বাদশা মিন্টু
Published : 12 Jan 2011, 12:02 PM
Updated : 12 Jan 2011, 12:02 PM

বেশ শীত। হাড়কাঁপানো শীত। জমে যাবার মতো আশংকা। কিন্তু শীতে জমে গেলে কি দিন চলবে? ঠিকই বেরিয়ে পড়তে হবে কাজে। নিজের পথে চলতে চলতে শীতের গান গাইতে হবে। মনে রাখতে হবে, আমিও মানুষ! আমার মতো আরো মানুষের কথা। চারপাশে শীতার্ত মানুষের কথা। আসুন না সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়!

শীত এলেই প্রথমেই মনে পড়ে কোনটা। আগুনের পাশে গোল হয়ে বসে বসে আড্ডা দেবার কথাটা কি ভুলে গেছেন নাকি? চাদরে জড়ানো মুড়ি-মুড়কি! ভুলে গেলে চলবে কি? এবার শীতে কয়দিন মুড়ি-মুড়কি খেয়েছেন? ধানের বিচালির আগুন উসকে দিয়ে চারপাশে কেমন শীত পড়ছে সে আলোচনা এবার হয়েছে কি?

এবারের শীতে এবার খেজুরের রস আর তিল-কলাই-ক্ষীরের ভাপা পিঠা মনে যদি পড়ে তবে চলুন একদিন খেয়ে আসি শীতের পিঠা আর গ্রামের কিছু শীতার্ত মানুষের জন্য হাত বাড়িয়ে দিই যার যতোটুকু সামর্থ্য ততটুকু দিয়েই।