নক্ষত্রের পতন: খোন্দকার দেলোয়ার হোসেন চিরবিদায় নিলেন

বাদশা মিন্টু
Published : 16 March 2011, 10:23 AM
Updated : 16 March 2011, 10:23 AM

চলে গেলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন । সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে বিএনপির রাজনীতির আরো একটি নক্ষত্র পতন ঘটে গেলো।

বিএনপির দুর্যোগে হাল ধরেছিলেন যে ব্যক্তিটি তিনি ছিলেন খোন্দকার দেলোয়ার। ব্যাক্তি মানুষ হিসেবে বা বিএনপির মহাসচিব হিসেবে তিনি সত্যিই ছিলেন দুর্দান্ত। তিনি ছিলেন আপোসহীন। মানুষ কখনও বিতর্কের উর্ধ্বে নয়। তারপরও তিনি স্রেফ বিএনপির জন্য যা করেছেন তা তারই মতো রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে করা মানায়।

তার আদর্শ, ধ্যান-জ্ঞানে ছিলো জিয়াউর রহমানের আদর্শ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধায় তিনি বিএনপিকে নেতৃত্ব দিয়ে গেছেন। আব্দুল মান্নান ভুঁইয়ার পরে বিএনপির হাল ধরার মতো তার মতো আর কেউ ছিলনা।

এখন সবকিছুর উর্দ্ধে উঠে গেলেন তিনি। এবার দূরের আকাশে হয়তো বাংলাদেশের রাজনীতি দেখে মিটিমিটি হাসবেন। আর বলবেন- পলিটিক্স এর মধ্যে রাজনীতি টিকে আছে এই ঢের!

দেশ একে একে প্রবীন রাজনৈতিক ব্যাক্তিদের হারানো শুরু করেছে । হাসিনা-খালেদার পর একদম তো রাজনৈতিক শুন্যতা ছাড়া আর কিছু কি থাকছে?