সিরিজ জয়ের মন্ত্র: সুন্দরবন থেকে আমদানি করা বাঘ

বাদশা বুলবুল
Published : 27 June 2015, 06:22 PM
Updated : 27 June 2015, 06:22 PM

বাংলাদেশের সিরিজ জয়ের নেপথ্যে নিঃসন্দেহে বড় ভূমিকা রয়েছে চার পেসারের। কিন্তু লক্ষ্য করেছেন কী, এই পেসারদের কোথা থেকে আমদানি করা হয়েছে? চার পেসারের তিন জনকেই আমদানি করা হয়েছে সুন্দরবন থেকে। অর্থ্যাৎ খুলনা বিভাগ থেকে। তিন পেসার হল মাশরাফি (নড়াইল), রুবেল (বাগেরহাট) এবং মুস্তাফিজ (সাতক্ষীরা)। সিরিজ জয়ের ক্ষেত্ৰে শতকরা আশি ভাগ অবদান রাখা মুস্তাফিজ হল সুন্দরবন থেকে সদ্য আমদানি করা বাঘ।

দুই ম্যাচে অর্ধ শতক করা সাকিব আর প্রথম ম্যাচের স্টাইলিশ খেলোয়াড় সৌম্য সরকারের ভূমিকা কিন্তু কম নয়। তারাও সুন্দরবনের ছেলে। সাকিবের বাড়ি মাগুরায় এবং সৌম্যের বাড়ি সাতক্ষীরায়। আর এ জন্যই সারা দেশে আনন্দের জোয়ার বয়ে গেলেও খুলনাবাসীর মনে সে আনন্দ যেন একটু বেশিই দোলা দিয়ে যাচ্ছে।

তবে হ্যাঁ, তার মানে এই না যে সিরিজ জয়ের ক্ষেত্ৰে অন্যান্য খেলোয়াড়দের ভূমিকা নেই। সবাই তো টাইগার, বাংলার টাইগার। স্যালুট তোমাদের, এমন একটা সিরিজ উপহার দেওয়ার জন্য। আশা করি, তোমাদের থাবা থেকে আর কেউ বাঁচতে পারবে না। কেনই বা পারবে, টাইগার বলে তো কথা।